আমাদের কথা খুঁজে নিন

   

পথ রুখো না প্রিয়তমা

এই জনপদে একবার বন্যা হয়েছিল প্রবল রক্তের বন্যা শুয়রের বাচ্চা পাক সেনা রাজাকার আল বদর আল সামসদের অত্যাচারে বিষিয়ে উঠেছিল জনপদ অতঃপর পাক সেনা পালাল, বন্যা নেমে গেল কিন্তু আমার প্রিয়তমার মুখে কেন হাসি নেই কেন তার পরনে ধর্ষিত নারীর মত ছেঁড়া শাড়ি চার দশক পর কেন আজও হাড়ে বাজে পুরনো ব্যাথা? আজ মনে হয় আমি পাক সেনা হই রাজাকার আলবদর আল সামস হই বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করি দুর্নীতির জরায়ু গ্রেনেড ফেলে উপড়ে ফেলি সচিবালয় ব্রাশ ফায়ারে জনসন রোড়ে বইয়ে দেই রক্ত বন্যা প্রিয়তমা আমার পথ তুমি রুখো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।