আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহ প্রদত্ত সকল সম্পদ সকল মানুষ সমান সমান খাব,েসমান সমান ভোগ করবে তা অন্যায় মুল্যবোধ হসিবেে স্বীকৃত শুধু নয়,যারা একথা বলে তারা র্ধমপালন করলওে তাদরেকে নাস্তকি বলার মুল্যবোধ গড়ে তুলছেনে র্ধামকি ধনীরা

গরীবরা বুঝতে শুরু করেছে আপনারা ধনী সরকারী আমলা,রজনীতিক কাম শিল্পপতি আপনারাই সকল কালো টাকার মালিক। রাষ্ট্রীয় সম্পদ আইন করে সাদা বানিয়ে নিজেদের ব্যাক্তিগত সম্পদের পরিমান বৃদ্ধি করেছেন সুইচ ব্যাংকে জমা করছেন। আপনারা যতদিন বেচে থাকছেন সব্বোর্চ আরাম আয়েশ ও বাদশাহী জীবন যাপন করছেন মৃত্যুর আগ পর্যন্ত তারপর ঔরসজাত সন্তানদের জন্য রেখে যাচ্ছেন পাহাড় পরিমান সম্পদ যা দিয়ে ধার্মিক ধনীদের ঔরসজাতরা লাগামহীন ভোগবিলাসী জীবন,মেয়ের হাত খরচ মাসে ১০লক্ষ টাকা,বিদেশ ট্যুর লক্ষ লক্ষ টাকা,নাইট ক্লাব ও বেশ্যার খরচ করছেন লক্ষ লক্ষ টাকা। আর একই সময়ে ধার্মিক গরীবদের অবর্ণণীয় কষ্টকর অনিশ্চয়তার জীবন,বস্তি ফুটপাত আর গ্রমের জীর্ণ শীর্ণ ঘরে গাদাগদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস। ধনীরা কত ধনসম্পদশালী হয়েছে,আরাম আয়েশ ভোগ বিলাস কি পরিমান বৃদ্ধি পেয়েছে,সকল ধনীদের কাছে গচ্ছিত সঞ্চিত সম্পদের পরিমান কত সে গবেষণা তথ্য কেনো প্রকাশ করছেন না।

আপনারা কেনো জনগনকে বলছেন না যে আপনাদের কাছে সঞ্চিত গচ্ছিত যা ধন সম্পদ টাকা পয়সা আছে তা দিয়ে সকল দরিদ্রদের পাকা বাড়ীঘর,স্বাস্থ্যসম্মত পায়খানা ও আগামী ১০০ বছর মাসে ১০হাজার টাকা ভাতা দেওয়া যায় ! নিজেরা অঢেল সম্পদের মালিক হয়ে গরীবদের শান্তনা দিচ্ছেন দুনিয়াতে সম্পদ যার যত কম আখরাতে জবাবদিহিতা তার তত কম। ধর্মকে ব্যবহার করে সম্পদ আড়াল করছেন আর সব্বোর্চ ভোগ করছেন। সকল ধর্মেই গরীব স্বীকৃত,ধনী স্বীকৃত। গরীব কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে আর ধনীরা বেশী খাবে সব্বোর্চ ভোগ করবে। ন্যায় অন্যায় এর মূল্যবোধ বিবেচনা করলে গরীব কম খেয়ে ভাংগা ঘরে শুয়ে ধৈর্য্যের পরীক্ষা দেবে আর ধনীরা বেশী খাবে সব্বোর্চ ভোগ করবে তাই ন্যায় মূল্যবোধ হিসেবে স্বীকৃত।

আল্লাহ প্রদত্ত সকল সম্পদ সকল মানুষ সমান সমান খাবে,সমান সমান ভোগ করবে তা অন্যায় মুল্যবোধ হিসেবে স্বীকৃত। সকল ধর্মেই ধনীদের বেশী সুযোগ দেয়া হয়েছে। কেউ গরীব থাকবে না সকলে সমান সমান ধন সম্পদ টাকা পয়সার মালিক হবে তা যে পাপ তা ও কোন ধর্মে নেই। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি ”মানুষ মানবাধিকার সভ্যতা মানে-- নামাযে পুজায় প্রার্থনায় গরীব ধার্মিক,ধনী ধার্মিক যেমন এক কাতারে দাড়িয়ে বসে নামায পুজা প্রার্থনা করেন তেমনি একই কাতারে একই রকম ঘরে থাকা, একই রকম খানা খাওয়া, একই রকম মানের লেখাপড়া, একই মানের চিকিৎসা,সকলে সমান সমান ধন সম্পদ টাকা পয়সার মালিক হবে ”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.