আমাদের কথা খুঁজে নিন

   

না! অনেক হয়েছে! এবার আবার শুরু হোক........................

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক শীত কি পরিমান পড়ছে, দেখছেন! কাঁপাকাঁপি অবস্থা! ঘর হতে বেরুলেই হিমেল হাওয়ার জালে বন্ধী হয়ে যাচ্ছি। মনের ঘরেও উষ্ণতা নেই। সেখানেও এক নিশাচর বালক কাবু হয়ে আছে। বরফশীতল দিন যাচ্ছে। শীতকে নেয়ে কবিতা লিখতে ইচ্ছে করে- শীত,তুমি উষ্ণতা চাও? তবে আমার রক্ত নাও।

তারুন্যে টগবগ করে ফোটা রক্ত, এখনো বিদ্রোহী হতে শেখেনি। তাই একদম ফ্রেস! কোন ছাই নেই রক্তে আমার হৃদয় পুড়েছে তবু সেই দহন রক্তে পৌছায়নি। ধুর! কিসের কি! কবিতা লেখা হয়না। উষ্ণতা চাই চাই করে মন আন্দোলনের হুমকি দেয়। তবু আমি চাইনা।

ঘোষনা দিয়ে সিগারেট ছেড়েছিলাম। আজ থেকে আবার শুরু করবো। ধুম্রে উষ্ণতা পাওয়া যায়। আর কোন কিছুতেই নয়। স্বার্থপর পৃথিবীতে আমিও নিঃস্বার্থ নয়।

আমিও ক্ষুধার্তের পেটে বুলডোজার চালানো একজন। কারো গলায় ছুরি চলাতেও আমার হাত কাঁপবেনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।