আমাদের কথা খুঁজে নিন

   

৯ লাখ শেয়ার কিনবেন ছয় পরিচালক

৯ লাখ শেয়ার কিনবেন ছয় পরিচালক স্কয়ার ফার্মার চার পরিচালক ও আল-আরাফা ইসলামী ব্যাংকের দুই পরিচালক গতকাল নিজ কম্পানির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এঙ্চেঞ্জের মাধ্যমে (ডিএসই) পরিচালকদের শেয়ার কেনার এ ঘোষণা পাওয়া যায়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দুই পরিচালক আবদুল মালেক ও আবদুস সালাম একত্রে আট লাখ শেয়ার কিনবেন। ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আবদুল মালেক বর্তমানে ব্যাংকটির ৯৪ লাখ ৭৩ হাজার ৬২৭টি শেয়ার ধারণ করছেন। তিনি বাজার দরে আরো ছয় লাখ শেয়ার কিনবেন।

আল-আরাফাহ্ ব্যাংকের অপর পরিচালক আবদুস সালামের কাছে বর্তমানে ৮২ লাখ ৮১ হাজার ৮৯১টি রয়েছে। তিনি আরো দুই লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তাঁরা বাজার দরে এসব শেয়ার কিনবেন। অপরদিকে স্কায়ার ফার্মার চার পরিচালক অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী ও রতনা পাত্র নিজ কম্পানির ২৫ হাজার করে শেয়ার কিনবেন। বর্তমানে এই চার পরিচালকের হাতে কম্পানিটির যথাক্রমে এক কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৮৯০, এক কোটি ২৫ লাখ ২৭ হাজার ৮৯০, এক কোটি ২১ লাখ ৯ হাজার ১৩০ এবং এক কোটি ১৩ লাখ ৪২ হাজার ৬৫০টি শেয়ার রয়েছে।

২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে তাঁরা এই পরিমাণ শেয়ার কিনবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।