আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যাটাস কাব্য উইথ সুদীপ্ত কর

আকাশ ভরা গাঙচিল সুদীপ্ত কবিতা বোঝে না। আমি কিংবা অন্যরা কবিতা পোস্ট দিলেই সে লাল মুখ দেখায় সবাইকে। কিন্তু একদিন কাব্য সুদীপ্তকেও উদাস করে দিয়েছিল। সে বলল, দাদা কবিতা কবিতা খেলি চলেন। এই কথা শুনে চোখ কপালে উঠে গেলো, বলে কি ছেলে? হুম, সেদিন রাতে কবিতা কবিতা খেলেছি আমরা।

শুধু সেদিন না, তার আগের রাতেও কিছু কবিতা সুদীপ্ত লিখেছিল। আমার আর সুদীপ্তর লেখা কবিতা দিয়েই সাজালাম আজকের পোস্ট 'স্ট্যাটাস কাব্য উইথ সুদীপ্ত কর'। সুদীপ্তর লেখা- ১. হয়তো এটাই ছিল বিভ্রান্তি এটাই ছিল মরিচীকা তোমার আমার পথের মাঝে শত বক্ররেখা আকা ২. ক্ষুদ্র আমি নগন্য বড় চোখ জুড়ে আজ আধার আমার আলো যা ছিলো সবই দিয়েছি হৃদয়টাকে করে উজার ৩. নিষ্প্রাণ চোখে ধাধা দেখি আমি ঘুরছে সবই এলোমেলো তোমার সামনে অনেক রোশনাই আমার জগৎটা ভীষণ কালো ৪. তুমি ছিলে প্রসেসর আমার আমি ছিলাম তোমার ফ্যান তবুও তুমি আমায় ছেড়ে কি- বোর্ডের কাছে গেলা ক্যান????? ক্যান ক্যান ক্যান??? ৫. আমি রবো এই আধার ঘরে তিন দেয়ালের মধ্যখানে এটুকু জানো তুমিও থাকবে আমার প্রাণের চার দেয়ালে ৬. কভু কি তুমি ঝড় দেখেছো ছুয়েছো সাহারার উষ্ণ বালি তার চেয়ে আরও ঢের উষ্ণ তোমার কথার মুক্তোডালি ৭. থাকবোনা আমি কোন একদিন চলে যাবো অনেক দূরে আমার স্মৃতি থেকে যাবে তোমার সাজানো স্বপ্নঘরে ৮. ‎(অফটপিক লাইন) ভিজে যায় রঙ্গিন স্বপ্ন ভিজে যায় Noman ভাই মাঝখান দিয়ে আমরা সবাই রং তামাশা দেখে যাই ৯. দিনগুলো আমার কাটছিলো বেশ খাওয়া দাওয়া ঘুম এইতো সব কোথা থেকে এসে তুমি ঘুমটা কাড়লে কানে বাজে বিরহের রব ১০. চেয়েছিলাম কবিতা তোমায় আমার এই ভাঙ্গা ঘরে আজ কেন তবে আমার কোলে তোমার বাচ্চা খেলা করে? ১১. ছিলোনা দু:খ ছিলোনা ক্ষোভ যদি সে আমায় ডাকতো বাবা কিন্তু যখন সে মধুর কন্ঠে ডেকে বসে আমায় মামা তখন কিছুই করার থাকেনা বাধ্য হই সাজতে বোবা ১২. হে মানবী হে দানবী তোমার জন্য ছিলো আমার হাতে লাল গোলাপের মলিন ক্ষত এখন দেখো আমার হাতে খেলা করে সোনালীপত্র লোকে তাহারে গোল্ডলিফ বলে আমি বলি তারে জীবনসুধা জেগেছে আজ আমার মনে ভালবাসার এক দুর্বার ক্ষুধা ১৩. মিষ্টি কথার আড়ালে বিষবাষ্প কেন রাখো তুমি তোমার কথাই বেদবাক্য মোর এটাই শুধু মানি আমি ১৪. জগৎ সংসারের ছলনার জলে ভাসছি আমি ভেলার মত দিকভ্রান্ত আমি পথহারা আজ আমার ঘাড়েই বিপদ যত ১৫. আজন্ম আমি শেকড়হারা পা্ইনি কভু ভরসার হাত তাই তো তোমায় করেছি বিশ্বাস এটাই বোধহয় বড় অপরাধ ১৬. কষ্ট দিয়েছো ? আরো দাও তুমি মেনে নেবো সব হাসিমুখে তবু আমি আজ তোমাকেই চাই আমার সকল সুখে দুখে ১৭. ভুল করেছি জানি আমি তুমিও কি কোন ভুল করোনি? মুখোশের রঙে ভেসে গিয়েছো সময় থাকতে হাত ধরোনি ১৮. বৃষ্টির ছটায় রংধনু হাসে স্বপ্ন ছড়ায় তোমার আকাশে চেয়ে দেখো তুমি বৃষ্টির ফোটায় আমিও আছি তোমার পাশে ১৯. মেঘের দেশের রঙিন ভেলায় কখনো চেয়েছো ভেসে বেড়াতে ভেলা নয় আমি মেঘ এনে দেবো হাতটা যদি রাখো মোর হাতে ২০. সাতার কাটলেও সাবধান থেকো সুইমিংপুলে যাও ভাল কথা যেওনা কভু নদীর ধারে কারণ সেথায় কুমির বসত করে কুমির একটি হিংস্র প্রাণী অনেক গুলো শক্ত দাত তার কাটা কাটা তার শরীর দেখলে ভয়ে জ্বর চলে আসে আমার......... ২১. তুমি যদি কুমির হও আমি হবো হরিণছানা... তুমি যদি তিমি হও আমি হবো পুটির পোনা.. নিচেরগুলো আমার লেখা... ১. তা আমার ছিলই না কখনো থাকে না কেন যেন, যা ভেবেছি, যাকে ভালবেসেছি সেও অন্যের, বলেওনি কখনো ভালইবেসে গেছি, জানতেও চাইনি কখনো। (নীরব) ২. আলোতেই থেকো জোছনা দেখো স্বপ্ন মাঝে কখনো সখনো আমায় ভেবো ৩. মেঘ ছুঁয়ে স্বপ্ন ভিজে যায় স্বপ্নের কি রঙ? আসে যায়, হারিয়ে যায় তোমার মতো গোলাপি নয় তোমার মতো এতো নিষ্ঠুরও নয়। ৪. ইচ্ছে হলে চলে যেও ভাবতে ইচ্ছে না হলে ভুলে যেও কথার মাঝে রহস্য রেখো না মেয়ে তুমি আর ছলনা কোরো না।

৫. ভুল করেছ, কাদা মেখেছো গায় এ কেমন বিশ্বাস তোমার না দেখা অচেনা এক ললনায়? ৬. ঠিক ধরেছ, পথ চিনেছ মেয়ের চুলে হাত রাখার ভুল করেছ স্বপ্ন দেখো রোজ বিকেলে একলা তুমি তোমার করে কে এমন থাকতে পাড়ে সব ভুলে রোদ সকালে!!! ৭. কষ্টের কোন রঙ পাবে না জীবন ভরে শুন্যতা খাবে রাত্রি দিন উজাড় করে তার নামের শব পোড়াবে ৮. নীল আকাশের ঘুড়ি হবো তোমায় নিয়ে ইচ্ছে ছিল আকাশ জুড়ে ভেসে বেড়াবো মেঘের ছোঁয়ায় ভিজলো স্বপ্ন বৃষ্টি কি তবে তুমিই একা লালন করো? ৯. তুমি আমির জাল ছিঁড়ে চল কিছুটা সময় মুক্ত ভেসে সাঁতার কাটি খোলা সুইমিংপুলে ১০. কুমির আমার ভাল বন্ধু তোমার সাথে হেবি দ্বন্দ্ব আমায় দেখলে হা করে মুখ তোমায় দেখলে দাঁত দিয়ে চেপে ধরে বুক খিকজ... পোস্ট কর দারেই উৎসর্গ করলাম। তয় দাদারে গদাম, সে কইসে কবিতা লিখে না কি তার লুল লুল লাগতেসে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.