আমাদের কথা খুঁজে নিন

   

আমি আওয়ামী কায়দায় সভ্য জাতি হতে চাইনা তাই অসভ্য.....!!

A man who is not afraid is not aggressive, a man who has no sense of fear of any kind is really a free, a peaceful man আমার বেশ পুরান বন্ধু সিয়াম। ভার্সিটির সেকেন্ড সেমিস্টার শেষ না করেই গ্রাজুয়েশনের পাঠ চুকিয়েছে। মাঝখানে আবার কিছুদিন ভিকারুন্নিসার রাস্তাও মেপে দেখেছে। তো আজ দেখি সিয়াম ফেসবুকে একটি ভিডিও লিংক শেয়ার করেছে। দেখবোনা চিন্তা করেও আবার ক্লিক করেই দিলাম।

পুরো ভিডিওটা একুশে টিভির একটি রিপোর্ট। ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে তিস্তা নদীর ওপর যে বিকল্প বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে সেটির নিয়ে। ভিডিওটি নিজে দেখলেই ভাল বুঝবেন। শুধু লিংক দিয়ে দিলাম। http://www.youtube.com/watch?v=gAR4YDTiWSE আমি কেবল একটু পুরনো কিছু কথা মনে করলাম।

ভারতকে ট্রানজিট দেওয়া নিয়ে আমাদের বিশিষ্ট অর্থমন্ত্রী মাল মুহিত-কে একদিন টিভিতে বলতে শুনলাম যে ভারতকে ট্রানজিট দিয়ে আমরা কোটি কোটি টাকা কামাবো, দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরে পরিণত হবে!! কয়েকদিন পর তিনি বললেন ট্রানজিট ফি নয় তবে কিছু একটা নিব। পরে ত সরকারের মন্ত্রীরা বলা শুরু করলেন সভ্য জাতি হয়ে আমরা ট্রানজিট ফি নিতে পারি না। এরকম ভিডিও দেখার পর আমি আওয়ামী কায়দায় আর সভ্য হতে পারি না। ট্রানজিট নিয়ে ব্লগে পত্রিকায় অনেক কামড়াকামড়ি হয়েছে তাই আর কিছু বলতে চায় না। শুধু আশা করব দেশের স্বার্থ বজায় রেখে করলেই আর কিছু বলার থাকে না।

কিন্তু আওয়ামলীগ ভারতের কি মধু পেয়েছে আমি জানি না, সুতরাং নিজের স্বার্থ নাকি দেশের স্বার্থ বজায় রাখবে সেটি চিন্তার বিষয়!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।