আমাদের কথা খুঁজে নিন

   

বক ও হাঁসের গল্প

একটি ছিল বক ও একটি হাঁস । তারা একসাথে একটি ছোট্ট বিলে মাছ খেতে যেত । হাঁসটি খুবই চালাক । সে সুযোগ পেলেই বকটিকে নানা ভাবে ক্ষেপাত । বকটিকে সে বলে 'বকরে বক তোর বাপটা পুরা ঠক' ।

বকটির বুদ্ধি একটু কম । তাই বক সেই সময় হাঁসের কথার উত্তর দিতে পারত না । একদিন বক তার মাকে বলে, মা আমাকে হাঁসটি প্রতিদিন ক্ষেপায় । সে আমাকে বলে, বকরে বক তোর বাপটা পুরা ঠক । তখন বকটির মা বককে শিখিয়ে দেয় যখন তোকে হাঁস ক্ষেপাবে তাকে বলবি, হাঁসরে হাঁস বেশি কথা বললে তোকে দিব বনবাস ।

পরের দিন বক ও হাঁস যথাসময়ে বিলে আসে । হাঁস তার স্বভাবমত বককে ক্ষেপায় । বকের বুদ্ধি কম বলে সব কথা সে ভুলে যায় । তখন হাঁসকে সে বলে, হাঁসরে হাঁস বেশি কথা বললে তোকে দিব পুটি মাছ । ==>সমাপ্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।