আমাদের কথা খুঁজে নিন

   

এপ্রিল ফুলে এক বানানো কাহিনি শেয়ার করে আসলে আমরা সত্যিকার ভাবেই ফুল হচ্ছি। চোখ খুলুন। আর ফুল হইয়েন না।

আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা গত বছর এপ্রিল ফুল নিয়ে অনেক খুজলাম। ছোট বেলাতে থেকে এক কাহিনি শুনে বড় হইছি। হঠাৎ একজন কইল ইহা সত্য নহে। আমি মনে মনে কইলাম "শালা তুই নাস্তিক। " কিন্তু সত্য জানার আগ্রহ ছিল।

ছোট বেলা থেকে অনেক গাজাখরি গল্প ইসলামের নাম করে শুনে আসছি। বড় হয়ে দেখছি সব মিথ্যা(যেমন দুনিয়া আছে কচ্ছপের উপর) সেটা আমার পক্ষে যায় নাকি বিপক্ষে যায় সেটা কোনও ব্যাপার না। গুগল করা শুরু করলাম। গুগল করতে করতে গুগল কে ক্লান্ত করে ফেললাম। বাট অথেন্টিক কিছু পেলাম না।

নির্ভরযোগ্য ইসলামিক সাইট গুলাতে খোঁজা শুরু করলাম। খুজতে খুজতে ক্লান্ত হয়ে গেলাম পেলাম না। কোথাও কেও নাই এর মত কোথাও আমি যে ঘটনা বর্ণনা করা হয় তার প্রমান পেলাম না। যে ঘটনা বর্ণনা করা হয় সব যায়গাতে খালি সেই সব ঘটনা শুনি কিন্তু কোন অথেনটিক সোর্স কেও দিতে পারে না। পরে বুঝলাম অনেক গালগল্পের মত এই গালগল্পও আমি ছোটবেলা থেকে গিলে আসছি ইসলামের নাম দিয়ে যার আসলে কোনও ভিত্তি নাই।

ঐ ফ্রেন্ড আমারে ফেবুতে ব্লগ মারছে কারন ফেবুতে ইসলামী কথা মাঝে মাঝে শেয়ার করি সেটাতার বিরক্ত আগে। তারপরও তারে থাঙ্কু। বিঃদ্রঃ সে আসলেই নাস্তিক ছিল। । আন্ধার মত আস্তিক থাকার চেয়ে এরকম দুইতিনটা নাস্তিক ফ্রেন্ড থাকা ভালো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.