আমাদের কথা খুঁজে নিন

   

ভাবের দুনিয়ায়

আমি মানুষ হতে চাই নানা ঠাটবাটে ভরে গেছে আমাদের জীবন। অনেকে আছে বই কিনে শুধুমাত্র শো-কিসের জন্য যেন অতিথিভাবে গৃহকর্তা বা গৃহকর্ত্রী কত না সৌখিন। এর এই সৌখিনটার জন্য কত কিছু না করা। কিছু অত্যন্ত ধনী লোকের জীবনযাপন কে আমরা সৌখিনতা বলি। আসলে সেটা যে কি বিরক্তিকর তাই কী দেখেছেন? যেমন : প্রশ্ন : কি পান করবেন? ফলের জুস, চা, কফি, মিল্ক সেক, সোডা, কোল্ড ড্রিংক? উত্তর: না ধন্যবাদ, শুধু চা।

প্রশ্ন : সিলন চা, লাল চা, গ্রিন টি, হারবাল টি, আইস টি, নাকি হানি টি? উত্তর: সিলন চা। প্রশ্ন: কোনটা? ব¬াক না হোয়াইট? উত্তর: হোয়াইট প্রশ্ন: দুধ, কন্ডেন্স মিল্ক নাকি হোয়াইটনার? উত্তর: দুধ। প্রশ্ন: ছাগলের, গরুর নাকি উটের? উত্তর: গরুর দুধ দেন। প্রশ্ন: আফ্রিকান গরু নাকি দেশী গরুর? উত্তর: দেশী। প্রশ্ন: ঠাণ্ডা নাকি গরম? উত্তর: গরম।

প্রশ্ন: ফুল ক্রিম, লো ফ্যাট নাকি ফ্যাট ফ্রি? উত্তর: থাক লাগবে না, আপনি বরং হোয়াইট টি-ই দিন। প্রশ্ন: মিষ্টি হিসেবে কি খাবেন, চিনি, সুইটনার নাকি মধু? উত্তর: চিনি দিন। প্রশ্ন: আখের চিনি নাকি বিট সুগার? উত্তর: আখের চিনি। প্রশ্ন: চিকন দানার নাকি মোটা দানার? উত্তর: আচ্ছা বাদ দেন আমার কিছু লাগবে না। শুধু এক গ¬াস পানি দেন।

প্রশ্ন: মিনারেল নাকি নরমাল? উত্তর: মিনারেল প্রশ্ন: বোতলের নাকি ক্যান এর? উত্তর: থাক কিছুই লাগবে না। আমি যাই। http://rommofun.com/976/ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।