আমাদের কথা খুঁজে নিন

   

৩য় বাংলা ব্লগ দিবসের আয়োজন- কেকটা সেইরকম লাগছে-সবাই একটা কইরা খাইছে কিন্তুক আমি দুইটা---

অনেক অনেক ব্লগার-এতজনের নাম মনে রাখা অসম্ভব তারপরেও যাদের নাম মনে আছে- ব্লগার শিপু ভাই ব্লগার নষ্ট কবি ব্লগার জাহাজী পোলা , ব্লগার তন্ময় ফেরদৌস, ব্লগার আরিফ রায়হান মাহি, ব্লগার আব্দুল্লাহ আল মনসুর , ব্লগার সুপান্থ সুরাহী , ব্লগার নোমান নমি , ব্লগার নিশাচর ভবঘুরে , ব্লগার রাষ্ট্রপ্রধান, ব্লগার সহ্চর ,ব্লগার রুদ্রপ্রতাপ , ব্লগার জিশান শা ইকরাম , ব্লগার ইশতিয়াক আহমেদ চয়ন , ব্লগার রোকন রাইয়ান ব্লগার চেগুয়েভার ব্লগার আবুল কালাম আজাদ ব্লগার অসামাজিক০০৭০০৭ ব্লগার অস্তমিত গন্তব্য ---------------- সে যাই হোক জ্ঞানগর্ভ বক্তৃতামালা রেখে যারা পেছনের আড্ডাতে চলে গিয়েছিলেন আমিও তাদের দলেই বেশি সময় দিয়েছি-ভালোই লাগল। হালকা-টাটকা-অল্প-স্বল্প যে খাবার মেনু ছিল তন্মদ্ধে কেকটির জন্যে জানা আপুসহ সামুর আর সবাইকে ধন্যবাদ না জানালে নিজেকে বড়ই অকৃতজ্ঞ মনে হবে-তাই এই পোস্ট দিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।