আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ হে ভগবান

হে আল্লাহ হে ভগবান বড়ই তাঁহিসে পড়ে ডাকিতেছি প্রভূ হে বাঁচান আমাদের আত্মাটাকে বাঁচান এবার ডুবে যাচ্ছে সবকিছু জ্বলে পুড়ে সব ছারখার ডুবে যাচ্ছে সবকিছু হে আল্লাহ হে ভগবান পৃথিবীতে কেনো আজ অগ্নিতপ্ত নরকের ঘ্রাণ ! বাঘ নেই, গিধড়েরা সারা পটভূমি গ্রাস করছে, রোবটের পিঠে চড়ে করছে শিকার লুঙ্গি পরা মওলানা ‍'খামোশ' হুঙ্কার দিয়ে কিছুদিন করেছে বেসামাল অতঃপর তথৈবচ,অতঃপর আবার 'কামাল' ‍‌‍‌‌‌ বঙ্গবন্ধুর রক্তবিন্দু আকন্ঠ পান করে উজ্জিবীত ছিলো কিছুদিন তারপর আবার এ্যডিক্টেড, ফিরে আসে‌ ‍‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌''পাক সার জামিন '' কালো চশমার মোহে মুগ্ধ, নেই আর সেই দিন-রাতি চন্ডুর নেশায় যেনো বেসামাল সমস্ত জাতি ডুবে যাচ্ছে পুড়ে যাচ্ছে ধ্বংশ হচ্ছে সব চরাচর এবার বাঁচান প্রভূ হে আল্লাহ হে ঈশ্বর ! শবের মিছিল যাত্রী আমাদের ম্যাডাম ও আপা নির্বিকার দেখছে বসে লেলিহান জ্বলছে যে চিতা জ্বলছে জাতির চিতা, পুড়ে যাচ্ছে সমাজ সংসার বাঁচাও বাঁচাও প্রভূ এস.ও.এস. দেবো কতবার ! আমাদের জল দাও জল দাও হৃদয়ে সবার সবুজের সমারোহে ভরে দাও মনের মাঝার আমাদের শক্তি দাও , নীতি দাও , নৈতিকতা দাও নুন্যতম কাণ্ডজ্ঞান, অল্পকিছু মানবতা দাও ! আমাদের শেয়ার বাজার একটু খানি উর্দ্ধমুখী করো দরবেশ , জ্বীণ আর বেড়াল চৌকিদার থেকে বাজারটা হেফাজত করো আমাদের তেলগ্যাস বিদুৎ খনিজ সম্পদ আমাদেরই থাকে যেনো ভোগ করে দেশের মানুষ ! রাষ্ট্রদুতেরা যেনো না ছুটেন রমনীর পিছে সুবুদ্ধি দাও প্রভূ কিছু সম্মান আর সমভ্রম বোধ যেনো থাকে আমাদের রাজপুত্রেরা বেশি ঘুষ যেনো নাহি খায় সেরকমই মতি দাও জনতার হওগো সহায়।। আমাদের রাজনীতি 'সংঘবদ্ধ দুর্বৃত্ত আস্তানা' যেনো নাহি হয় প্রভূ এই আজ সবার বাসনা এ দেশের আমলা,মামলা,পুলিশ রেব বড় ভয় লাগে উনাদের মনে যেনো একটুখানি মানবতা জাগে! আজ শেরে বাংলা নেই গিধড়ের রাজত্ব অবাধ সমস্ত মানচিত্র জুড়ে নিশ্চিন্তে চলছে শিকার ভাসানি- মুজিব নেই, নেই মুক্তিযুদ্ধ মহান আমরা এক মৃত জাতি শেকড়ের নেই সন্ধান ! সর্বশেষে বলি প্রভূ হে খোদাতায়ালা আমাদের ছাড়ি তুমি কোথায় যে গেলা ! দুই সতীনের ঘরে অশ্রুসিক্ত মোদের নয়ন আপা আর ম্যাডামের সর্ম্পকের করো উন্নয়ন ধুতি আর কাবুলির মোহ থেকে আমাদের মুক্ত করো প্রভূ আমরা স্বাধীন জাতি এ কথা যেনো না ভুলি কভূ !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।