আমাদের কথা খুঁজে নিন

   

এক জীবনে

আপাতত ঘুরপাক খাচ্ছি! এ এক অন্তহীন পথ এ এক অবিরাম যাত্রা চলছি বিরামহীন, চলতে চলতে টলতে টলতে পরে গেলে পিছিয়ে গেলে কেউ কাছে আসবে না কেউ তুলবে না টেনে, মনে রেখো তোমার যাত্রায় তুমি একক ঘোর সওয়ারী। এক পৃথিবী এক জীবন এক মরণ বাকী সব আপেক্ষিক। কেউ দেখার নেই কেউ জানার নেই কেউ শোনার নেই তোমার কাঁন্না তুমিই কাঁদো। জন্মে তুমি একা চলতে চলতে একা টলতে টলতে মরতে মরতে তুমি একা। কে কবে কাছে আসবে কে কবে ভালোবাসবে সেই আশায় গুড়েবালি, তার চেয়ে ভালো তুমি নিজেকেই ভালোবাসো নিজেকেই বাঁচাও মানুষ হও খাদ থেকে উঠো অপরকে উঠাতে পারবে। মানুষ হয়ে পশুর সমকক্ষ হইওনা মানুষ হয়ে শোষক হইওনা আরশোলার মত চোষক হইওনা ঘুনপোকার মত মজ্জা ফুটো করিওনা বৃথা জঞ্জাল হয়ে সমাজের কাঁধ বাকিওনা, তুমি মানুষ মানুষের মত আলোকিত হও আলোকিত করো পৃথিবী। জোনাকির আলো রাতে ভালো দিনের আলোর মত সূর্য হও ধার করা চাঁদের আলোর জোৎস্না বিবাগী হইওনা। যদি পারো আগুনপাখি হও ছাই উড়িয়ে আকাশে মেলো হাজার ডানা, তোমার উড়াল পথে জন্ম নিক স্বপ্নপথ শত তীর্থযাত্রীর হও স্বর্গীয় রথ। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।