আমাদের কথা খুঁজে নিন

   

এক ফাটা রেডিও আর কতদিন ??

আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমি কিছু বলতে চাই। আমাকে বলতে দিন.। দেশে যাই হয় সবই কি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের উদ্দেশ্যে ?? সাহারা খাতুন এর এই এক ফাটা রেডিও আর কতদিন বাজবে ?? বিরোধী দল হরতাল দিলেও এক কথা - দেশে গুমহত্যা হইলেও এক কথা - বোমাবাজি হইলেও এক কথা। সবই নাকি যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে !!!!! একটা জিনিস বুঝি না সবই যদি বিরোধী দল করে তাইলে তোদের চেয়ারে বইতে কে কইসে। হাসিনা আপা তার বক্তব্যে বলেন - ২০০৪ সালে যখন তারা বিরোধী দলে ছিল ৬৩ জেলায় বোমা নাকি তৎকালীন বিএনপি সরকার করিয়েছিল। আবার এখন ক্ষমতায় বইসা এখন কিছু হইলেই বিরোধী দল করে। তাই তারা কি ঘাস কাটে ?? অবিলম্বে সাহারা খাতুন কে সরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সরানো হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।