আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা - মেয়েটি সেদিন জেগে ছিল, সারারাত

রোদ ভেঙ্গেছে আজ। সবেমাত্র উঁচু কার্ণিশ ছুঁয়েছে ভোর তখনও স্পর্শ করেনি মাটি, বাতাসে 'আস্ সালাতু খায়রুম্মিনান না্উম' মুখোমুখি ব্যাল্কনীতে শূণ্যতা উড়ছে যেথা ছিল ছায়ামূর্তিটা, অজুর পানি তাকে ডেকে নিয়ে গেছে অন্য কোনখানে রেলিঙ ছুঁয়ে ছিল কার্পাশ তুলো, আমি বৃষ্টি বাদেই শুনেছি রিনিঝিনি ছন্দ । চাঁদের আলোয় মিশে তার নিশ্বাস ছিল জড়িয়ে, রাতভর বেজেছে বুকে এতদূর থেকে দেখা যায় না, অথচ আমি দেখেছি তার কি অপরূপ হাসি যে হয়তো কখনো জানবে না - বিনিদ্র কেউ তারই নাম দিয়েছে 'চন্দ্রাদেবী' ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।