আমাদের কথা খুঁজে নিন

   

Qubee এর নুতুন ভাওতাবাজি। সাধুসাবধান!

Qubee এর নুতুন অফার দিসে ২০০০ টাকার post paid মডেম ১০০০ টাকায়। তো আজকে খুশি মনে গেলাম কিনতে। এবং যথারিতি কিন্না বাসায় আইলাম। বাসায় আইসা connect দিলাম। পুরাই টাস্কি।

Data Cable নষ্ট। ভাবলাম ১০০০ টার মধ্যে একটার সমস্যা থাকতেই পারে। যথারিতি বিরস বদনে মুখ ভারি কইরা সাথে সাথে ফোন দিলাম। কইল "হুম স্যার Data Cable এ সমস্যা কালকে বদলাইয়া দিয়াম" আমি কইলাম "থাঙ্কু" তারপর খটকা লাগলো যথারিতি মডেম টারে কোলে কইরা নিয়া বইসা তো আক্কেল গুড়ুম এইটা তো USED মডেম। দাগ পইরা গেসে অনেক জায়গায়।

বুকে বাজিল কষ্টের চিন চিন ব্যথা। লইলাম Data Cable.. আরে এইটা তো পুরান সাদা থেকে সার্ফ এক্সলের অভাবে ময়লা হইসে। লইলাম প্যাকেট এবং বাকিটা বুইঝা লন। হাসুম না কাদুম বুজলাম না কারন আমি সিলেট এর মেইন অফিস থেকেই খরিদ কইরা নিয়া আইসিলাম। এখন বুজলাম ২০০০ টাকার জিনিস কেমনে ১০০০ টাকায় দেওয়া যায়।

দুঃখের কথা কই লিখুম আর? বাংলা লায়নের TX সার্ভারের জ্বালায় গেস লাম একটু আরাম করতে কিন্তু ফ্রী ফ্রী বড় এখান মুলিবাশ খাইয়া আমি এখন 'বকলম' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।