আমাদের কথা খুঁজে নিন

   

শেখ হাসিনার দম্ভ, দেশবাসী স্তম্ভ

হট নিউজ শেখ হাসিনা দম্ভ করে মিথ্যাচারের কল্পরাজ্য নয় বরং স্বর্গ রাজ্যে বাংলাদেশকে পরিনত করেছেন। মিথ্যা কথনে যিনি যত পারঙ্গম, তার সাফল্য তত বেশি এবং বাংলাদেশের রাজনীতিতে মিথ্যাচার যেন রাজনৈতিক কৌশলের অংশে পরিণত হয়েছে। যারা কাঁটা দিয়ে কাঁটা তুলতে শিখেননি অর্থাৎ মিথ্যার মোকাবেলা মিথ্যা দিয়ে করতে পারেননি তারা রাজনীতিতে ব্যর্থ প্রমাণিত হয়েছেন। এ ক্ষেত্রে শেখ সাহেব আমার প্রাতঃনমস্য ব্যক্তি। চল্লিশের দশকেই তিনি জানতেন যে, কী করে পূর্ব বাংলার মুসলমানদের হিন্দুদের শাসন শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’ বলাতে হবে।

আবার পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন বাংলাদেশে পরিণত করতে জনগণকে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে হবে। এসব সম্ভব হয়েছে শুধু তার কথার জাদুতে। তার কথায় সত্য মিথ্যা উভয়ই ছিল, কিন' কোনো কিছু একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে কেউ আর সত্য মিথ্যা ফারাক করে না। তার ‘লড়কে লেঙ্গে পাকিস্তান’ সঠিক ছিল, তার অনুপসি'ত নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সঠিক ছিল, এমনকি তার দ্বিতীয় বিপ্লব বাকশাল প্রতিষ্ঠাও সঠিক ছিল। যার জীবনে কোনো ভুল নেই, তিনি কিভাবে শ্রদ্ধাভাজন না হয়ে পারেন? এ আমার নিজের বিশ্বাসের ভিতটিও মজবুত ছিল যে তাকে ক্ষমতা থেকে কেউ হটাতে পারবে না।

কিন' পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও ইতিহাস পাল্টে যায়। কিন' তাতে কোনো সমস্যা হয়নি। তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ক্ষমতার মসনদে আসীন হয়েছেন তার কন্যা। বঙ্গবন্ধুর কাজগুলোকে ভুল প্রমাণ করতে যারা উঠেপড়ে লেগেছিল, শেখ হাসিনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে, তার পিতার সব সিদ্ধান্ত সঠিক ছিল। তবে সময়াভাবে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে যেতে পারেননি।

সেসব তিনি বাস্তবায়নে নেমেছেন। তিনি তার আরাধ্য কর্মে সফল হোন এই কামনা করি। তার সাফল্যের কতটুকু মসৃণ হবে, দেশ বা জনগণের কী হবে-না-হবে তা নিয়ে তিনি কতটা ভাবার সুযোগ পাচ্ছেন তা জানার মতো অন্তর্যামী না হলেও এটুকু উপলব্ধি করতে পারি যে, তিনি শেখ মুজিব নন, তার কন্যা। ভারতের জওয়াহের লাল নেহরু যা করতে পেরেছিলেন, তার কন্যা ইন্দিরা গান্ধী তা পারেননি। তদুপরি রাজনীতি শেখ হাসিনাকে তৈরি করেনি, তাকে তৈরি করেছে ক্ষমতা।

তিনি জনগণের ভাষায় কথা বলেন না, তার কণ্ঠে ক্ষমতার দম্ভ। এ অহমিকা থেকে তিনি মুক্ত হতে পারলে দেশের আরো মঙ্গল হলেও হতে পারত। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।