আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়তমেষূ একটা ছেলে না মেয়ে? একটা ফেক আইডি সংক্রান্ত কথোপকথোন!!!

চা এর কাপ হাতে প্রতিদিন ভাবি------------, জীবণটা ছাই মাখা আকাশের ছবি। ফেসবুকে চ্যাট করছিলাম এক ফেসবুক বন্ধুর সঙ্গে। ফেসবুক বন্ধু আর আমার কথোপকথনঃ ফেসবুক বন্ধুঃ তোমার লিঙ্ক দাও। আমিঃ কিসের লিঙ্ক? ফেসবুক বন্ধুঃ তোমার ব্লগের। প্রিয়তমেষূঃ প্রিয়তমেষূ ফেসবুক বন্ধুঃ মেয়েদের নামে আইডি খোলো কেনরে ভাই!! যারা ব্লগ পড়বে তারা এমনই পড়বে।

প্রিয়তমেষূঃ আমি কি তবে ছেলেদের নামে আইডি খুলবো ? ফেসবুক বন্ধুঃ ফেক আইডি খোলা ঠিক নয়। প্রিয়তমেষূঃ আমি ফেক তোমাকে কে বললো ? ফেসবুক বন্ধুঃ তোমার লেখার মাঝে মেয়েলী সুর কম, তাই বল্লাম। ডোন্ট মাইন্ড। প্রিয়তমেষূঃ ইটস্‌ ওকে। ফেসবুক বন্ধুঃ সেই জন্য মনে হলো তুমি ছেলে।

তুমি ছেলে হও আর মেয়েই হও তাতে আমার কিছু আসে যায় না!!! আমার পড়তে ভালো লাগে তাই পড়ি। প্রিয়তমেষূঃ বাট ফেক শুনবো এটা ভাবিনি!!! ফেসবুক বন্ধুঃ "তোমার শরীরের প্রতিটি বিন্দুতে আমার স্পর্শ, প্রতিটি রক্তকনায় আমার জাগরনী ধ্বনি, তোমার প্রতিটি ধমণী-শিরা উপশিরাতেই আমি বহমান; তোমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে আমি স্পন্দিত..." এটা কার লেখা ? প্রিয়তমেষূঃ আমার। ফেসবুক বন্ধুঃ আমাকে সত্যি করে বলোতো তুমি ছেলে না মেয়ে?????? পরিশেষেঃ ভাই মেয়েলী লেখা কেমনে লেখে আমাকে কেও শেখাবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।