আমাদের কথা খুঁজে নিন

   

এক নতুন ১৬ই ডিসেম্বরের অপেক্ষা ।।

আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস । আমাদের প্রিয় দেশের জন্মদিন । আমাদের পতাকা পূনরোদ্ধারের দিন। আজ আমাদের বিজয়ল্লাস করার কথা।

আজ আমাদের রংগের হোলি খেলার কথা। আজ ৭১এর মাহান শহীদদের শ্রদ্ধা জানানোর কথা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর কথা । আজ আমাদের স্মৃতিসৌধ ফুলে ফুলে ভরে যারার কথা। যা হবার কথা তার সবই হয়তো হচ্ছে ।

। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি বা আমার মত অনেকেই এই দিনটা উদযাপন করতে পারছি না । কারন সেই অধিকার আমাদের এখন নেই। যেদিন ৭১রের রাজাকারদের গাড়িতে উঠেছে আমাদের লাল-সবুজ পতাকা-যেদিন আমাদের স্মৃতিসৌধ আর শহীদ মিনারে পড়েছে রাজাকারের পুস্পস্তবক সেদিন আমরা হারিয়েছি আমাদের বিজয়ের অধিকার। যে পতাকাকে আমরা কলংকিত করেছি সেই পতাকায় কোন অধিকার আমাদের আজ নেই।

স্মৃতিসৌধ আর শহীদমিনারে যাবার অধিকারও নেই । মাথা নিচু করে শহীদদের কাছে ক্ষ্মমা চাওয়ার ভাষাও আমাদের নেই । । কিন্ত সময় এসেছে । ।

সময় এসেছে আমাদের হারানো অধিকার ফিরে পাবার। । যেদিন ৭১র পাকিস্তানি দালালদের প্রত্যেকে এক এক করে কয়েদির পোষাক পড়ে পিচমোড়া করে ফাষির মঞ্ছে উঠবে -যেদ্দিন ভয়ংকর রুপী জল্লাদ তাদের মাথায় কালো টুপি পড়াবে - যেদিন ম্যাজিস্ট্রেটের হাতের সাদা রুমাল মাটিতে পড়ার সাথে সাথে তাদের পায়ের নিচের পাটাতন সরে যাবে- প্রচন্ড যন্ত্রনায় যেদিন তাদের শরীর ছটফট করতে থাকবে- মৃত্যুর ঠিক আগ মূহুর্তে যখন তাদের চোখে ৭১ ভেসে উঠবে- যেদিন একজন ডাক্তার দীপ্ত কন্ঠে ঘোষনা দিবেন যে কীটগুলো মরেছে ঠিক সেই দিন বাংলাদেশ কলংক মুক্ত হবে। । ঠিক সেই দিন আমরা আমদের লাল-সবুজ পতাকার অধিকার ফিরে পাব।

আমরা আমাদের স্মৃতিসৌধ আর শহীদ মিনারের অধিকার ফিরে পাব । সেই দিন আমরা আমদের শহীদদের সামনে মাথা উচু করে দাঁড়িয়ে গলা ফাটিয়ে গভীর শ্রদ্ধায় বলতে পারব- "আমাদের ক্ষমা কর। আমরা তোমাদের সত্যিই ভালবাসি। আমরা তোমাদের কাছে চির কৃতজ্ঞ"। সেদিন আমরা আমাদের পতালা মাথায় বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠব ।

। সেই উল্লাস হবে বিজয়ের আর হারানো অধিকার ফিরে পাবার । । আমাদের বিজয় উল্লাস সারা পৃথিবীকে জানান দেবে যে আজ আমরা - আমাদের দেশ -আমাদের মাটি- আমাদের পতাকা কলংক মুক্ত হয়েছে । ।

আমরা সেই বিজয় আর বিজয় উল্লাসের অপেক্ষায় আছি । । আমরা সেই ১৬ই ডিসেম্বরের অপেক্ষায় আছি । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।