আমাদের কথা খুঁজে নিন

   

এই অভ্যাস কি কক্ষণো পাল্টাবে না ?

Prothom Alo ঢাকা, ১৬ ডিসেম্বর, শুক্রবার, ২০১১, ২ পৌষ ১৪১৮, ২০ মহররম ১৪৩৩ প্রতিমা ভাঙচুরের অভিযোগ গ্রেপ্তার ২ প্রতিমা ভাঙচুরের অভিযোগ গ্রেপ্তার ২ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০১১ জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার আদমদীঘির লক্ষ্মীকুল গ্রামে প্রতিপক্ষের লোকজন বুধবার রাতে মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আমবাড়িয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিশ্বনাথ মণ্ডল জানান, মন্দিরের ওই জায়গা নিয়ে লক্ষ্মীকুল গ্রামের শমসের প্রামাণিক ও তাঁর লোকজনের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বুধবার সন্ধ্যার আগে শমসের প্রামাণিক, ওয়াজেদ, আমজাদ হোসেনসহ তাঁদের লোকজন বিশ্বনাথসহ আমবাড়িয়া গ্রামের অষ্ট বর্মণ, গৌতম বর্মণ ও জীতেন বর্মণকে মারধর করে। এরপর তারা কালীমন্দিরে হামলা চালিয়ে কালীমূর্তি ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায়। আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামিদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।