আমাদের কথা খুঁজে নিন

   

সেল ফোন সম্ভবত ক্যান্সার সৃষ্টি করে ( WHO)

ডা: শাহরিয়ারের পোষ্ট আমার ৬ তলার বারান্দা থেকে যে দিকেই তাকাই সেল ফোনের টাওয়ার চোখে পড়ে। বারান্দা সোজা অপর দিকের বাসার ছাদেও একটা বিশাল টাওয়ার বসানো আছে। অর্থাৎ সব সময় মাইক্রোওয়েভ রেডিয়েশনের ভেতর বসবাস করছি আমরা। আমার খুব জানার আগ্রহ হলো এই রেডিয়েশনে আমার কোন ক্ষতি হচ্ছে কি না ? উন্নত বিশ্বে এই টাওয়ার স্থাপনে কোন নিয়ম নীতি পালন করে কি না? বড় করে স্বস্তির শ্বাস নিন। সেল ফোন টাওয়ারের রেডিয়েশন স্বাস্থ্যের ওপর কোন প্রভাব ফেলে না।

সেল ফোন টাওয়ারগুলি মাত্র ৩ থেকে ৫ ওয়াট সমমানের মাইক্রোওয়েভ রেডিয়েশন দেয় তাই এটি নিরাপদ। এবার দুঃথের খবর, সেল ফোন টাওয়ার থেকে ক্ষতি না হলেও সেল ফোন ব্যাবহারের মাধ্যমে আমরা অনেক বেশী রেডিয়েশনের শিকার হই। এ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও ক্যান্সার এবং সেলফোন ব্যাবহারের মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। এ ব্যাপারে WHO একটি নতুন গবেষনাপত্র প্রকাশ করেছে গত ৩১ শে মে ২০১১. সেই গবেষনা অনুযায়ী সেল ফোনকে কারসিনোজেনিক ( যা ক্যান্সার সৃষ্টিকে প্রভাবিত করে যেমন ধুমপান ) বলে চিন্হিত করা হয়েছে। মূলত গ্লিয়মা ( এক ধরনের ব্রেন ক্যানসার ) এবং সেলফোন ব্যাবহারের মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে।

তবে এ ব্যাপারে আরো বিস্তারিত গবেষনা চলছে। আধিক পরিমানে সেল ফোন ব্যাবহার করতে হলে হেডফোন অথবা হ্যান্ডস ফ্রি ব্যাবহার করে সহজেই এই ঝুকি থেকে বেচে থাকা সম্ভব। এ ব্যাপারে জানতে চাইলে WHO Link আমার ফেসবুক পেজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।