আমাদের কথা খুঁজে নিন

   

ছুশিলদের কান্ড, অশ্লীলতার বিরুদ্ধে ফেসবুকে ছুশিলদের কঠিন অবস্থান

তাশফী মাহমুদ মুসলমানদের ইতিহাসে পাকিস্তানই প্রথম মনে হয় 'ইসলাম রক্ষা'র নামে এই ধরনের স্বর্গীয় মানবিক আচরন করেছিল।" -- এই শিরোনামে আমার এক বড় ভাই "একা পাখি" একটা নোট লিখে ছিলো ফেসবুকে, সাথে দিয়েছিলো আমাদের মহান মুক্তিযুদ্ধের ছবি -- আজকে ভাইয়া বলল জে ওনার নোট টা কে বা কারা ফেসবুকে অশ্লীলতার অভি্যোগ তুলে ফেইসবুক লিংক সহ রিমুভ করে দিসে। কেউ ব্লক করছিল মনে হয়। হায়রে আমার ছুশিল ফেসবুক ইউজাররা ভাল জিনিসের দাম নাই। মেয়েদের ছবি নিয়ে গ্রুপ খুলে হাজারটা... সেগুলো ব্লক করতে দেখলাম না জীবনে। যেই ছবিতে একটি দেশের ইতিহাস বুঝা যায় সেইটা সরায় নেয়। ফেসবুক এর মতিগতি বুঝি না।এই ছবি সরিয়ে ফেলা মানে সরাসরি মুক্তিযুদ্ধকে অবমাননা করা।আরে একজন যুদ্ধাহত নারীকে বহন করসে একজন লোক, এখানে অশ্লীলতার কি আছে ? View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।