আমাদের কথা খুঁজে নিন

   

অণু কাব্য

ভাঙ্গাকুলার ছাই... অণু কাব্য - ০১ , অণু কাব্য - ০২ , অণু কাব্য - ০৩ অণু কাব্য - ০৪ আমার কি হয়েছে? আমি বুঝতে পারছি না। কেন জানিনা অণুর প্রতি আমার অনুভুতি বন্ধুত্ব থেকে একটু বেশী বেরে গেছে। এখন ওর সাথে কথা না বললে ভাল লাগে না। ক্লাসে না দেখলে ক্লাসটা ফাকা ফাকা লাগে। অণু সম্পর্কে ক্লাসে কেউ খারাপ কিছু বললে আমার খারাপ লাগে।

এমন কেন হচ্ছে এর উত্তর খোজার জন্য আমি দৌড়াচ্ছি... একদিন সন্ধ্যায় অণুর সাথে ফোনে কথা বলার সময় অণূ যা বলছিল, আমি তাই রিপিট করছিলাম। অনেকটা কপি ক্যাট এর মত। অণূ প্রচুর বিরক্ত হচ্ছিল আর আমি মজা পাচ্ছিলাম। হঠাৎ অণু আমাকে থামানোর জন্য "আই লাভ ইউ" বলে বসল। আমিও না থেমে তাই রিপলাই করলাম।

অণূ কি করবে বুঝতে পারছে না, আমাকে থামানোর জন্য সে এবার বলল- "তোমাকে বিয়ে করব!" আমি আর কথা বারালাম না। ওকে বললাম মা ডাকছে আমাকে যেতে হবে, বায়। এই বলে ফোন রেখে দিলাম। পরদিন সকালে অণুকে ফোন দিলাম। অণু কাল রাতে যা হলো, তুমি কি সে বিষয় সিরিয়াস? কেন? তোমার কি মনে হয়? আমার কি মনে হয় সেটা এখানে বিষয় না।

তুমি কি চাও সেটাই বিষয়। আমি কি চাই, আমি গতকাল রাতেই তা বলছি। তবু একবার ভেবে দেখ। আমি যা বলেছি ভেবে বলেছি। এখন ভাবার পালা তোমার।

আমার রিলেশন করতে কোন আপত্তি নাই। মুশফিক, ইমতিয়াজ, ওদের কথা সত্যি হয়ে গেল... হ্যা। এখন মনে হয় না ওরা আর ক্লাসে বিরক্ত করবে। যতদিন পর্যন্ত না জানবে, ততদিন পর্যন্ত বিরক্ত করবে। তাহলে নেক্সট ক্লাসে সবাইকে জানায় দিব।

তোমার ইচ্ছা। ওকে! তাহলে কাল ক্লাসে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা, বায়।

পরদিন আমি ক্লাসে সবাইকে জানায় দিলাম, অণুকে আমি প্রপোস করসি এবং সে এক্সপ্টে করছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।