আমাদের কথা খুঁজে নিন

   

বিষাদের গান/শফিকুল ইসলাম

"তার ও আগে বৃষ্টি নামুক আমাদের বিবেকের মরভূমিতে/ সেখানে মানবতা ফুল হয়ে ফুটুক, /আর পরিশুদ্ধ হোক ধরা,হৃদয়ের গ্লানি..."--শফিকুল ইসলাম আমি অন্ধকার আকাশের তারা, আঁধারের মাঝে জ্বলি একা একা আমার গোপন কান্না রাতের গহন আঁধারে থাকে ঢাকা। নয়নে আমার কত যে আশার ছিল স্বপন আজ স্বপ্ন আমার ভেঙেছে, ভেঙেছে মন অশ্রুভেজা আজ এ দুটি আখি কাজল আঁকা। আলোকের নিচে আঁধারের খবর কেউ রাখে না কেউ বুঝে না তাই আমার মর্ম বেদনা আমার মর্মবেদনার সাক্ষী শুধু আমি একা ॥ [গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।