আমাদের কথা খুঁজে নিন

   

বউ আর বই এর মধ্যে পার্থক্য-------------------------------

বউ আর বই এর মধ্যে পার্থক্য গুলো নিম্নরুপ------------------- ১) বউ ঘরে আসলে দেউলিয়া হতে হয়। ১) বই ঘরে আসলে দেউলিয়া হতে হয়না। ২) বউ ঘর ছাড়লে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচা যায়। ২) বই ঘর ছাড়লে অর্থাৎ তাকে বিক্রি করলে দেউলিয়া হতে হয়। ৩)বউ এর দিকে চোখ তুলে তাকানো যায় না।

তাকালে বিপদ আছে। ৩)দুই চোখ আর হৃদয়ের চোখ দিয়ে দেখতে হয়। না দেখলে তাকে বুঝা যায় না। ৪) বউ আপনার পবিত্র আত্নাকে অপবিত্র করতে সাহায্য করবে। ৪) বই আপনার জীবনকে পবিত্র এক আত্নাতে পরিণত করবে।

৫) বউ কে প্রশ্ন করা যায় না। প্রশ্ন করেছেন তো মরেছেন। ৫) বইকে প্রশ্ন করা জ্ঞানীদের কাজ। যত প্রশ্ন করবেন, তত বেশি জানবেন, তত বেশি জ্ঞান চর্চা হবে। ৬) বউ আপনার অবসর সময়ে আপনাকে বিভিন্ন অভিযোগ শোনাবে।

৬)বই আপনার অবসর সময়ে আপনাকে আত্নাকে প্রশান্তি এনে দিবে। ৭) বউ আপনাকে দুঃখ দিতে পারে, কাঁদাতে পারে। ৭) বই কখনও আপনাকে কাঁদাবেনা। ৮) আপনি একাধিক বউ ঘরে রাখতে পারবেন না। যত বেশি বউ তত বেশি ঝামেলা।

৮) বই এর একাধিক বলে কোন কথা নেই। বই যত বেশি থাকবে, তত আপনার জীবন সুন্দর হবে। ৯)বউ ঘরে আসলে কিছুটা হলেও আপনার মানসিক শক্তি লোপ পাবে। ৯) কিন্তু বই আপনার মানসিক শক্তিতে মজবুত থেকে আরও মজবুত করবে। এত করে আপনি ভাঙ্গবেন, তবে মচকাবেন না।

১০)বউ এর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। ১০) বই এর জন্য কোন বাধা ধরা নিয়ম নেই। আর কিছু মাথায় আসছেনা। এবার আপনাদের জন্য বাকিগুলো রেখে দিলাম। বি:দ্র: দয়া করে আমাকে কেউ খারাপ মন মানসিকতার লোক ভাববেন না।

মজা করার জন্য লিখছি। আর ভাবলেও আমার কিছু করার নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।