আমাদের কথা খুঁজে নিন

   

এ সপ্তাহের খুতবা: দোয়া’ আপাত অসম্ভবকে সম্ভব করে যেভাবে................

চাইতেই যদি হয় তবে তার কাছে চাও যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী মোহাম্মদ যখনই সময় পেতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন। আর সে শিক্ষা দিয়েছিলেন সাহাবীদের। সাহাবী তাদেরকে বলা হয় যারা নবীজীকে সরাসরি দেখেছেন। জীবনাচার থেকে শিক্ষা গ্রহণ করেছেন।

তেমনি এক সাহাবী নবীজীকে প্রশ্ন করেন... কোন সময়ে দোয়া কবুল হয়। প্রশ্নের জবাবে নবীজী বলেন, তাহাজ্জুদ নামাজের পরে এবং প্রতি ওয়াক্তে ফরজ নামাজের পর আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ তা কবুল করেন। আল্লাহ সব যুক্তিসঙ্গত চাওয়াকে কবুল করেন। কর্মের সাথে যখন দোয়া যোগ হয় তখন সে কাজে আল্লাহ সাফল্য দান করেন। আল্লাহ তার কাছে চাওয়াকে-ই সবচেয়ে বেশী পছন্দ করেন।

তিনিই ভালো জানেন কোন মুহূর্তে তার সৃষ্টিকে ভালো রাখতে কোনটা সবচেয়ে বেশী প্রয়োজন। মানুষ অভ্যাসগতভাবে হা-হুতাশ করে। যখনই বিপদে পড়ে তখন অন্যের কাছে ধরণা দেয়। যেভাবে আল্লাহর কাছে চাওয়া দরকার সেভাবে তা চায় অন্যের কাছে। দোয়া তখনই কবূল হয় যখন বান্দা কি চায়, কার কাছে চায়- সে অনুভূতির অনুরণণে নিজের হৃদয়কে আবিষ্ট করে।

তাই নবীজী বলেন, তোমরা এমনভাবে দোয়া করবে যাতে বিশ্বাস জাগে তোমার প্রার্থনা আল্লাহ শুনছেন। দোয়া হচ্ছে বান্দার হৃদয়ের ভাষা। তা আরবীতে-ই হতে হবে এমনটি কথা নেই। একমাত্র আল্লাহ এ ভাষা বুঝেন ও কবুল করেন। বিগত খুতবার আলোচনার নির্যাস পেতে পড়ুন,................. [link|http://এ সপ্তাহের খুতবা!!! বিজয়ের মাস মহররম।

পৃথিবী ধ্বংসের তারিখ ১০ই মহররম, শুক্রবার এ সপ্তাহের খুতবা: মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা। কেয়ামত হবে আশুরার ১০ তারিখে। সে দিনটি হবে শুক্রবার। (২য় পর্ব) এ সপ্তাহের খুতবা!! তোমরা মেয়ে সন্তানের পিতাদের গালি দিও না, কারণ আমি ও মেয়ে সন্তানের পিতা(রসূল স. এর বাণী) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।