আমাদের কথা খুঁজে নিন

   

।। বন্ধুরা আমার / মৌলানা রুমী ।।

বাঙলা কবিতা ------------------- বন্ধুরা আমার প্রেয়সী ফিরিয়ে দিলো এই কথা ভেবে হতাশ হয়ো না কখনও। হতে পারো পরিত্যাক্ত আজ হতে পারো বিষাদ মলিন নিশ্চিত থেকো, আগামীকাল তোমাকেই ডেকে নেওয়া হবে। তোমার মুখের ওপরে সেই দরোজাটা বন্ধ করা হলো তবু ধৈর্য ধরো, থাকো অপেক্ষায় ছেড়ে-ছুঁড়ে হারিয়ে যেয়ো না। তোমার সহিষ্ণুতা-মুগ্ধ প্রেয়সী অচিরেই উপলব্ধি পেয়ে যাবে মনে বিজয়ীর মত সম্বোধনে মমতায়, তোমাকেই ডেকে নেবে কাছে। যদিও সমস্ত পথ রুদ্ধ হয়ে যায় তোমাকে দ্যাখানো হবে, সংগোপন পথ অন্য কেউ টেরও পাবে না। আমার প্রেয়সী যিনি ক্ষুদ্র কোনও পিপীলিকাকেও মাড়িয়ে দেবে না সোলাইমানের এই দেশে। সারাটা দুনিয়া জুড়ে আমার হৃদয়খানি বহুবার ভ্রমণ করেছে অথচ এমন দেবী মেলেনি কোথাও কোনওদিন খুঁজেও পাবো না তার সমতূল্য কোনও রাণী। আহ! সেই ভালো নিশ্চুপ থাকি ও আমার মন, আমি জানি সীমাহীন এই ভালোবাসা একদিন খুঁজে নেবে তোমাকে, তোমাকে... দেখো, শুধু তোমাকেই! ------------------ ইংরেজি অনুবাদ : নাদের খলিলী বাঙলায়ন : রহমান হেনরী ------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।