আমাদের কথা খুঁজে নিন

   

।। চন্দ্রাহত সন্ধ্যার কবিতা ।। রহমান হেনরী ।।

বাঙলা কবিতা ।। চন্দ্রাহত সন্ধ্যার কবিতা ।। ---- রহমান হেনরী ---- ------------------------ যদি না থাকতো অরণ্যে শ্বাপদ মানুষ যদি না হয়ে উঠতো পরস্পরের প্রতিপক্ষ প্রকাশ্য-গোপন যদি না থাকতো জয়-পরাজয় আর বিজয়ের তীব্র বাসনা মমতা-ভিখারী তোমাকেই যদি না দিতো ওরা দুর্বোধ্য ঘৃণার বাদলদিবসগুলি! এই জীবনকে, কী নামে ডাকতে তুমি? ২. পাঁচ দিন বয়সের সরু চাঁদ নেমে এলো দিগন্তচিহ্নহীন মাঠের ভেতরে বললো : উৎসর্গের সন্ধ্যা আজ, শুয়ে পড়ো যুপকাষ্ঠ এনে তারপর, নন্দিত তলোয়ার হয়ে, গেঁথে গেল হলকমে আমার আমার মুণ্ডু যেদিকে কাত হয়ে পড়লো অট্টহাসিতে ফেটে পড়ে সেদিকেই হেঁটে গেল চাঁদ তখন কিছুটা হলুদ-লাল, কিছুটা মেরুন লাগে তাকে শেষ বারের মত নিঃশ্বাস ছেড়ে দিতে দিতে আমি দেখলাম, সেই চাঁদ আমরাই মমতাময়ী প্রেয়সীর রূপ নিয়ে হেঁটে গেল, কাল্পনিক দিগন্তের দিকে! ---------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।