আমাদের কথা খুঁজে নিন

   

কখন বুঝবেন আপনি মানসিকভাবে অসুস্থ

সত্য কথা তিতাও ভাল ১. যখন আপনার কাছে দেশের স্বার্থ অপেক্ষা রাজনৈতিক দলগুলার স্বার্থ বেশী দরকারী মনে হয়। তারা যা বলে তাই বিশ্বাস করেন। আপনি যে দল সমর্থন করেন তাদের কোন ভুল বা অন্যায় আপনার কাছে বিবেচ্য মনে হয়না। ২. যখন আপনার কাছে দেশের তৈরী জিনিসের চেয়ে বিদেশে তৈরী জিনিস সবসময় বেশী উন্নত মনে হয়। অথচ অনেক পণ্য বিদেশে মেইড ইন বাংলাদেশ লিখেই বিক্রি হয়।

আমাদের দেশের লোকেরাই কিনে এনে আফসোস করে। ৩. যখন আপনি জাতীয় দলের বিপক্ষে বিজাতীয় দলের খেলায় বিজাতীয় দলকে সমর্থন করেন। আবার এর পক্ষে নানান ধরনের যুক্তি দেখান। ৪. যখন আপনার কাছে খুন, জখম, ছিনতাই, ধর্ষন, অগ্নিসংযোগ এর খবর বেশী আকর্ষনীয় মনে হয়। ভালো কোন খবর প্রকাশ করতে বা পড়তে বা জানতে কম আগ্রহ দেখান।

৫. যখন আপনি অপরাধ করেও অপরাধবোধে ভুগেন না। ৬. যখন আপনি বিদেশে পাড়া দিয়েই বাংলাদেশ ডার্টি ন্যাস্টি প্লেইস বলে বেড়ান। ৭. যখন বর্ডারে আমাদের মানূষদের গুলি করে মেরে ফেললে আপনি যে গুলি খেয়েছে তাকে গরুচোর মনে করে বিকৃত শান্তি লাভ করেন। আরে ছাগল ব্যাটা গরু চোর কোন প্রমাণ আছে। আর গরু চোরের শাস্তি কি বিনা বিচারে মৃত্যু? ৮. যখন মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষদের গুলি করে মেরে ফেলা হয়েছে বলা হয় তখন আপনি ধর্ম রক্ষার্থে এইরকম দুইচারটা অন্যায় হয়ই মর্মে ফতোয়া পেশ করেন।

এইটা ধর্ম নয় মামু। এইটা অধর্ম। ৯. যখন আপনি নিজেকে আস্তিক দাবী করেন এবং একই সাথে ভিন্ন মতাবলম্বীদের আহাম্মক মনে করেন। আবার নিজেকে নাস্তিক দাবী করেন এবং ভিন্ন মতাবলম্বীদের আহাম্মক মনে করেন। ভিন্নমতাবলম্বীদের মতামতকে সম্মান দেয়াটা ভদ্রতা এবং যৌক্তিকভাবে সম্মানের সাথে ভিন্নমত প্রকাশ করাটাও ভদ্রতা।

১০. যখন প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে বছরের পর বছর টেস্ট ক্রিকেট খেলতে রাজি না হলেও তাদের ক্রিকেট দলের প্রতি আপনার আনুগত্য অব্যহত থাকে। ১১. যখন প্রতিবেশী দেশে আমাদের কোন টিভি চ্যানেল দেখানো হয়না (সিনেমাতো দূরের কথা) তখনও আপনার মনে কোন চাঞ্চল্য তৈরী হয়না। ওদের সব গাঞ্জাখুরী চ্যানেল আমাদের দেখতে তো হয়ই এখন আবার সিনেমাও দেখতে হবে। আবার কইয়েন না আমাদের সিনেমার কোয়ালিটি নাই। যারা নিয়মিত ইংরেজী সিনেমা দেখেন তারা জানেন ওদের সিনেমারও কোন কোয়ালিটি নাই।

ওনলি কপি এন্ড পেস্ট। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।