আমাদের কথা খুঁজে নিন

   

যদি তোমি চাও

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। যদি তোমি লেখক হতে চাও।

তাহলে,তোমি লিখ আর ভাব, ভাব আর লিখ। যদি তোমি দার্শনীক হতে চাও। তাহলে্,তোমার ভালবাসাকে সন্দেহ কর। যদি তোমি মহান হতে চাও। তাহলে,তোমি ক্ষমাশীল হও।

যদি তোমি মুক্ত জীবন চাও। তাহলে,তোমি কোন জীবন জন্য দুঃখ সৃষ্টি কর না। যদি তোমি বিশ্ব প্রেমিক হতে চাও। তাহলে,তোমি সকল জীবকে প্র্রভু সমান ভালবাস। যদি তোমি পন্ডিত হতে চাও।

তাহলে,তোমি ধ্যান করো। যদি তোমি প্রভু দেখতে চাও। তাহলে,নীজ প্রাণের অন্তরে তাকে খুঁজ,আর খুজ। যদি তোমি অমরত্ব চাও। তাহলে,তোমি সৃষ্টি করো।

যদি তোমি সর্বএ বিরাজ করতে চাও। তাহলে,তোমি সর্ব বিষয়ে চিন্তা কর। যদি তোমি স্বর্গ চাও। তাহলে,তোমি অন্যের জন্য স্বর্গ সৃষ্টি কর। যদি তোমি সুখী হতে চাও।

তাহলে,তোমি অন্যেকে সুখী দেখ, অন্যের সুখ কামনা কর,এবং তোমি নীজেকে সুখী অনুভব কর । যদি তোমি শয়তান দেখতে চাও। তাহলে,তোমি মিথ্যাবাদীকে দেখ । যদি তোমি দুঃখ মুক্ত অবস্হায় কবরে যেতে চাও। তাহলে,তোমি মনে,প্রানে মান,ও বিশ্বাস কর আল্লাহর ইচ্ছাতেই সব কিছু ঘটে।

এবং তাঁর ইচ্ছা ব্যাতীত কেউ কোন কিছুই করতে সক্ষম নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।