আমাদের কথা খুঁজে নিন

   

আমার ফ্যান্টাসী পুস্তকেরা-১

ভয় কি মরণে.. আমি পাঠক হিসেবে সর্বভুক, যা পাই তাই খাই। কত দিন গল্পের বইয়ের অভাবে ছাইপাশ গিললাম তার ঠিক নাই( কাসেম বিন আবুবকরের বই, সাইমুম সিরিজ, মওদুদীর বই!, তসলিমা নাসরীণের নিমন্ত্রণ আরো বহুত উদাহরণ) কিন্তু আমার সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে ফ্যান্টাসী। আমার কল্পনা শক্তি খুবই খারাপ এইজন্যই লেখকদের কল্পনা শক্তি দেখে আমি বারবার মুগ্ধ হই। আমার প্রথম পড়া ফ্যান্টাসী হচ্ছে আমার প্রথম পড়া/ শোনা গল্পগুলো। কলোনী জীবনে রাতে কারেন্ট চলে গেলে সবারই গল্পের ঝুলি থেকে একটার পর একটা গল্প বের হয়ে আসত আর গল্প শুনতে শুনতে এতটাই বিভোর হয়ে যেতাম যে কারেন্ট আসলেও আর ঘরে যেতে ইচ্ছা করতো না। আর এই সব গল্পগুলো সব একজায়গা থেকেই নেয়া... " ঠাকুরমা'র ঝুলি" ডালিম কুমার, সাত ভাই চম্পা, ব্যাং কুমার এর গল্পের কি আকর্ষন, কি মজা সেটা ৫-১০ বছরের ছেলে না হলে সম্ভবত আর বুঝা সম্ভব নয়। কিন্তু এখন তো এই বই গুলো পাওয়া দুস্কর। তবে সেদিন নিলক্ষেতে বই খুজতে খুজতে একটা পেয়ে গেলাম আর কিনেও ফেললাম ২০ টাকা দিয়ে আর কিছু না হোক ভবিষ্যত প্রজন্মের কাজে লাগবে তবে গতকালকে নেটেও বইটা পেয়ে গেলাম মাত্র ৬/৭ টা গল্প তাও খারাপ কি ঠাকুরমা'র ঝুলি কিন্ত আমার বাংলা ফ্যান্টাসীর সেই শুরু, সেই শেষ( যদি না কমিকস কে ফ্যান্টাসী ধরা হয়) আমার কোন দোষ নাই, আমাদের বাংলা ভাষায় ফ্যান্টাসী গল্পই পাওয়া যায় না ========== চলবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.