আমাদের কথা খুঁজে নিন

   

আগে মানুষ খাল কেটে কুমির আনত, আর আমরা এনেছি রসূন

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । একটি রসূন কেন দেশ ও জাতির ভাগ্য নিয়ন্ত্রণ করবে? কি অধিকার আছে রসূনের?আমরা শুধু বসে বসে আঙুল চুষছি, আর রসূন হয়ে উঠছে শক্তিশালী। আগে মানুষ খাল কেটে কুমির আনত, আর আমরা এনেছি রসূন। রসূনের এই আগ্রাসন এখনি বন্ধ করা দরকার। তা নাহলে এটা গণতান্ত্রিক দেশ থেকে রসূনতান্ত্রিক দেশে পরিণত হয়ে যাবে খুব শীঘ্রই। এবার বিশ্লেষণে আসি- সূচনাঃ কথায় আছে, 'সব রসূনের এক পুটু' বিস্তারিতঃ আমাদের দেশের প্রতিটি টার্মের বিরোধী দল কারণে-অকারণে হরতাল ডেকে জোরপূর্বক ভাবে জনগণের জান মালের ক্ষতি সাধন করে এবং পরবর্তীতে দাবী করে দেশের আপামর জনগণ এই হরতাল সমর্থন করেছে। এভাবে তারা যুগের পর যুগ এক ও অভিন্ন পুটু প্রদর্শন করে আসছে ঠিক রসূনের মত। মন্তব্যঃ আমাদের দেশের রাজনীতি = রসূন জাতির বিবেকের কাছে প্রশ্নঃ একটি রসূনের হাতে দেশ ও জাতির জিম্মাদারি দিলে এর থেকে ভালো আমরা আর কি আশা করতে পারি!?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।