আমাদের কথা খুঁজে নিন

   

শীত

আজকে অগ্রাহয়ণ মাসের২৯ তারিখ। কাগজে কলমে এখনও শীত আসেনি। কিন্তু বাতাসে চলে এসেছে শীত এর আমেজ। ঢাকা শহরে কিছু শীতকাতুরে মানুষকে এখনই শীতের পোষাক পরে খুব ঘুরতে দেখা যাচ্ছে। আমার অফিসটা আশুলিয়াতে।

গতকাল অফিস এ এসে বুঝলাম, গরম কাপড় পরার বুঝি সময় হলো। বাজারে এসেছে প্রচুর নতুন ডিজাইনের শীতের পোষাক। গার্মেন্স শিল্পের কারনে প্রচুর সস্তাও। আমার কিন্তু বেশ লাগতো আম্মার তৈরি সেই ঘরে বানানো উলের সোয়েটার, মাফলার। শীত এর শুরুতেই শুরু হয়ে যেত পছন্দ মতো উল কেনার পালা।

আম্মাকে দেখতাম কাটা দিয়ে উল বুনতে আর একটু পর পর আমাদের ডেকে মাপ নিতেন। এখন কোথায় হারিয়ে গেছে সেইসব দিন! বাংলাদেশ এ আজও কিছু মানুষ কিন্তু শীত এ অনেক কষ্ট করে। আমাদের মধ্যে যাদের সঙ্গতি আছে,আমরা চাইলে পারি আন্তত একটি করে গরম কাপড় যার নেই তাকে দিতে। কত টাকাইতো আমরা অকারনে নষ্ট করি। একজন মানুষ না হয় আপনার কারনে শীতের দীর্ঘ রাতটা স্বস্তিতে কাটালো।

এই শীত এ সবাই থাকুক উষ্ণতায় এই কামনা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।