আমাদের কথা খুঁজে নিন

   

দ্য গানফাইটারঃ দুর্দান্ত এক সাইকোলজিক্যাল ওয়েস্টার্ন সিনেমা

সেবা প্রকাশনীর বইগুলোর সুবাদে ওয়েস্টার্ন সিনেমার আবহ টা অনেক ফ্যামিলিয়ার লাগে। এ্যাকশন জেনারের সিনেমা গুলোর মধ্যে ওয়েস্টার্ন সিনেমার আবেদন একেবারেই আলাদা। অনেকদিন পর দারুন একটা ওয়েস্টার্ন মুভি দেখলাম। "The Gunfighter" ট্যাগলাইনঃ "His only friends were his guns... his only refuge was in a woman's heart!" গতানুগতিক ওয়েস্টার্ন সিনেমা থেকে আলাদা। সাইকোলজিক্যাল ওয়েস্টার্ন বলা যেতে পারে।

দুঃখের বিষয় হল এই মুভি টিকে আন্ডারএস্টিমেট করা হয়েছে... জিমি রিঙ্গো। এককালের দুর্দান্ত গানস্লিঙ্গার। এখন আর বন্ধুকবাজীতে আগ্রহ পায়না। কিন্তু কপালে একবার "ফাস্ট গান" তকমা জুটে গেলে গুলি না ছুড়েও তা উপায় থাকেনা। দুর্বল এর উপর সবল এর আগ্রাসন সব জায়গাতেই লক্ষনীয়।

কিন্তু জিমি রিঙ্গোর মত একজন দূর্ধষ গানফাইটার কেও উঠতি গানফাইটার গুলোর কারনে পিস্তল নিয়ে ডুয়েল লড়ার পাশাপাশি সাইকোলজিক্যাল এ্যাটাক ও সামলাতে হয়। এ যেন সবল এর উপর দূর্বলের আগ্রাসন! নাম কামানোর জন্য উঠতি গানফাইটার গুলো যখন ওকে চ্যালেঞ্জ করে, নিতান্তই বাধ্য হয়ে ওঁর পিস্তলের ক্ষিপ্রতা যে এখনো আগের মতই অটুট আছে দেখিয়ে দিতে হয়। সিনেমার কাহিনীর দিকে যাচ্ছিনা, যেহেতু মুভিটি প্রেডিক্টেবল, শেষেও কোনো টুইস্ট নেই। কিন্তু এর সিম্পল স্টোরিলাইন, টেনশন আর জিমি রিঙ্গোর ভূমিকায় গ্রেগরি পেক এর ডায়ালগ এবং এ্যাকশন সিকোয়েন্স গুলো- এক কথায় অসাধারণ! আইএমডিবি রেটিং ও খারাপ নয়। যারা এখনো দেখেন নি, শীঘ্রি দেখে ফেলুন।

এই টরেন্ট লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।