আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের ছড়া পাখির ছড়া

আমার ব্লগ পরিদর্শনে আপনাকে স্বাগতম! ফুলের ছড়া পাখির ছড়া হঠাৎ করেই ভাবনা এল যাব অনেক দূর হতেই হবে এবার আমায় ছড়ার বাহাদুর! গদ্য লেখা বডডো কঠিন নিয়ম বড় কড়া ছন্দটাকে মিলিয়ে তাই লিখব মজার ছড়া। ফুলের ছড়া লিখব বলে যেই করেছি ঠিক ফুলেরা সব টানছে দেখ আমায় চতুর্দিক! জবা বলে আমায় লেখ মুচকি হেসে বেলী বলে আমায় বাদ দিয়ে কি হবে ছড়ার ডালি? টগরটাকে লিখতে গেলে জুইটা করে রাগ সূর্যমুখী হেসে বলে কোথায় আমার ভাগ? ফুলের রাণী গোলাপ বলে হচ্ছে এসব কী? আমায় ছাড়া ফুলের ছড়া? আজব লেখালেখি! ফুলের ছড়া বাদ দিয়ে তাই ভাবছি পাখি হব ছড়া লেখার মন্ত্র নিতে পাখির কাছেই যাব। পাখির সাথে বলব কথা যেই করেছি ঠিক পাখির ছানা বাঁধ মানেনা উড়ছে দিগ্বিদিক। আকাশপানে হাত তুলেছি লিখব আকাশটাকে মেঘের কণা করছে মানা লিখতে হবে তাকে! হঠাৎ করেই ভর দুপুরে নামল তুমুল ঝড় কী ভয়ানক মনেতে শোক ভাঙ্গল ছড়ার ঘর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।