আমাদের কথা খুঁজে নিন

   

কান নিয়েছে চিলে! (সত্য ঘটনা)

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,. চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। শুধু কবিতায়ই পড়েছি, বাস্তবে কখনো কেউ দেখেছি বা শুনেছি কি? রামগঞ্জ থেকে আমার এক বন্ধু ফোনে জানালো এমনই এক বিরল ও বাস্তব ঘটনা। আজ সোমবার লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ১নং কাঞ্চনপুর ইউনিয়েনের মধ্যবিঘা গ্রামের ফরাজীবাড়ীর আরব আলী সাহেবের ছেলে দিনমজুর আবুল কালাম বাড়ীর জ্বালানী সংগ্রহের জন্য গাছে উঠেছিলো । আর তখনই চিল ছো মেরে নিয়ে যায় তার একটি কান। তীব্র ব্যথা ও যন্ত্রণায় কাতর আবুল কালাম দ্রুত গাছ থেকে নামলে তাকে রামগঞ্জ সরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়।

সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। কানের জায়গায় চিলের একটি ধারালো নখ পাওয়া গেছে। আসুন আমরা কবিতাটি আবার পড়ি বাস্তবতার নিরিখে…………. এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে, চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে। কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে, আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে। দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে, কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।

কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল? কানের শোকে আজকে সবাই মিটিং করি চল…. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।