আমাদের কথা খুঁজে নিন

   

এখন আব্বু-আম্মু কে দৌড়ের উপর রাখি ।

আবর্জনাকে রবীন্দ্রনাথ প্রশংসা করলেও আবর্জনাই থাকে। ছোট বেলা থেকেই গল্পের বই পড়ার দিকে অসম্ভব আগ্রহ । হাতে-খড়ি দস্যু বনহুর দিয়ে , অবশ্য বেশী দিন না মাত্র এক বছর পড়েছিলাম দস্যু বনহুর। তারপরই "সেবার" সাথে পরিচয় তিন-গোয়েন্দা , ওয়েস্টার্ন , কিশোর ক্লাসিক , মাসুদ রানা ......বাকীটা ইতিহাস । কিন্তু আব্বু-আম্মু চাইতেন আমি যেন এই সব না করে মন দিয়ে ক্লাসের পড়া পড়ি আর ভাল রেজল্ট করি ।

আমার এস এস সি পরীক্ষা ছিল মার্চ মাসে , আর ফেব্রুয়ারীর বই মেলায় আমি সেবার বই কিনেছিলাম ২৮ টা । ( বই নিয়ে বাসায় ঢুকি নাই ) গল্পের বই পড়ে হাতে-নাতে ধরা খেয়ে জীবনে বহু বকা খাইছি । আর চুরি করে গল্পের বই পড়ার ১০১ টা পদ্ধতি আবিস্কার করেছিলাম । তারপরও ধরা মাঝে মাঝে ধরা খেয়ে যেতাম আর বেশ কয়েকবার বাসা থেকে বের করে দিছিল । ( সাময়িক বহিস্কার , ৬ থেকে ১২ ঘন্টা মেয়াদ কাল ) জীবনেও কোন পরীক্ষায় ভাল করি নাই ।

আমার এস,এস,সি রেজাল্টের দিন আমার বাসায় কোন রান্না হয় নাই , আমি স্টার মার্কস পাই নাই দেখে আমার মা কান্না-কাটি করে বাড়ি-ঘর ভাসায়ে ফেলছিল । এখন আব্বু-আম্মু রে দৌড়ের উপর রাখি । আব্বু সারাদিন পিস টিভি/ ক্রিকেট খেলা দেখে আর সেই কারনে আম্মু তেমন একটা সুবিধা করতে পারে না - এটা আম্মুর কমপ্লেইন । সো , আব্বুকে বলেছি দিন-ভর পিস টিভি দেখা বন্ধ । ( আমার বাসায় ২ টা টিভি , একটা ছোট বোনের দখলে থাকে সারাদিন , মানে আমি যতক্ষন বাসয় না থাকি - আর আমি দিনে সাধারনত বাসায় থাকি না ) আম্মু স্টার জলসায় সিরিয়াল দেখে , এই সিরিয়ালের নাম শুনলেই আমার ব্লাড প্রেসার হাই হয়ে যায় আর আব্বু নাকি আম্মুর জন্য টিভি দেখতে পারে না শান্তি মত ।

আম্মু-কে তাই আমি একদমই নিযেধ করছি এইসব গার্বেজ দেখতে আমি বাসা্য না থাকলে আম্মু দেখে । ( যেহেতু আমি সারাদিনই বাসায় থাকি না তাই আম্মুর তেমন একটা সমস্যা নয় না আব্বুর ঝামেলাটা ছাড়া , তবে মাঝে মাঝে ধরা খায় , তখন বকা দেই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।