আমাদের কথা খুঁজে নিন

   

কবি শৈবাল আদিত্যের কবিতা : অনিবার্য হারিয়ে গেলে

রোদ ভেঙ্গেছে আজ। ঠিক করেছি কবি শৈবাল আদিত্যের যে বইটা আমার কাছে আছে তা থেকে প্রতিদিন একটা করে কবিতা পোষ্ট করব। বইয়ের সম্পূর্ণ নেই, যেটুকু আছে ইথারে তা জমা দিয়ে দিই। মন্দ হবে না, হয়ত। ------------ পৃথিবীর সীমারেখা পার হয়ে দূরে যেইদিন অনিবার্য হারিয়ে যাবো; যেহেতু ভালোবাসা বুঝি সবুজ বৃক্ষের মাঠ, পাল তোলা শাদা ঢেউ ঋণ সাথে বধূর লজ্জার মতো কিছু সৌন্দর্যের পুঁজি। ভেজা ঘাসের চুলে সোঁদা গন্ধের মত রবো মিশে বৃক্ষ-চূড়া আর আকাশ মিশেছে যেথা তার ফাঁকে জ্যোৎস্নায় প্লাবিত হয়ে যাবো হতাশা - ফুল পিষে ছাপড়া থেকে উঠবো জেগে বনমোরগের ডাকে। বৃষ্টি-স্নানে আধোভেজা সুদীর্ঘ পথটি হেঁটে এসে মমতার দাওয়ায় বসে জিরোবো হাজার কাল আযানের মত ঘরে ফেরার তাগিদ ভেঙে শেষে বাঁশির সুরে গভীর রাতে ভেঙে যাবো মেঠো আল- মানুষ ছোট হতে হতে বিন্দু, অত:পর শেষ! কোন দুর্মুখ এমন বলে- আমি হবো বেসামাল যমুনার জলবিন্দু, যাবো ভেসে দূর মেঘ- দেশ আর কান্না হয়ে ফিরবো ঘাসে ফের, অনন্তকাল- --------------- ধারাবাহিক ভাবে প্রকাশ হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।