আমাদের কথা খুঁজে নিন

   

জাকির নায়েক কে আমার ভাল লাগে না কেন?(৭)

I am a general Muslim জাকির নায়েকের অন্ধ ভক্তদের কাছে আমার কিছু প্রশ্ন। আপনারা যারা সহীহ হাদীস সহীহ হাদীস করেন তারা কি সহীহ হাদীসের আলোকে প্রমান করতে পারবেন কতটুকু পর্দা করা ফরয। আপনারা হয়ত বলবেন মুখমন্ডল, হাতের কব্জি, আর পায়ের পাতা ছাড়া বাকি সব অঙ্গ পর্দা করতে হবে। কিন্তু আপনাদের সহীহ হাদীসের আলোকে এর প্রমান দিন। যদি প্রমান না দিতে পারেন তাহলে নিশ্চয়ই বলবেন তাহলেত পর্দা করার কোন দরকারই নাই।

কোরআনের আয়াত যে যেমনে পারে পইড়া যার যেমন খুশি সে সেমন পর্দা করবে। স্বাভাবিক ভাবে যা প্রকাশ মান হয় তা বাদ দিয়ে সবই ত পর্দা করতে হইব তাইনা। এখন পারলে সহীহ হাদীসের আলোকে দেখান স্বাভাবিক ভাবে কতটুকু প্রকাশ পায়। না দেখাতে পারলে ত সেই ক্ষেত্রেই শুধু আপনারা আলেমদের স্মরণাপন্ন হবেন। আর তখন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইহুদী-খ্রিস্টান আলেম রা আপনাদেরকে সহীহ পর্দা কাকে বলে শিখিয়ে দেবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.