আমাদের কথা খুঁজে নিন

   

ফোন পরীক্ষণ পদ্ধতি প্রকাশ করল নোকিয়া

(প্রিয় টেক) নোকিয়া সর্বদাই পরিচিত ছিল তাদের ফোন টেকসই হওয়ার জন্য। তাদের মোবাইল জগতে নাম করার প্রধান কয়েকটি কারনের একটিও এটি। ইন্টারনেটে পাওয়া যাবে নোকিয়া ১১০০ অথবা নোকিয়া ৩২৬০ নিয়ে নানা হাস্য রসাত্মক গল্প যার কেন্দ্রে থাকে এর প্রায় অভঙ্গুর অবস্থা, কিন্তু নোকিয়া এই টেকসয়িতা তাদের সকল ফোনেই কম বেশি বজায় রাখে। কিভাবে নোকিয়া তাদের প্রস্তুতকৃত ফোনের টেকসয়িতা নির্ধারণ করে সেই ব্যাপারে সঠিক করে জানা ছিল না আজ পর্যন্ত কারই। তাই সম্প্রতি নোকিয়া প্রকাশ করেছে তাদের ফোনের এই নির্ধারণ পদ্ধতিই ইউটিউবে।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।