আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষনীয় গল্প (সংগৃহীত)

এক গ্রামে অনেক বানর ছিল। একবার এক লোক ঘোষনা দিল, সে বানর কিনতে চায় এবং একটি বানর এর জন্য ১০ টাকা করে দিতে রাজী। গ্রাম বাসীরাও দেখল চারিদিকে অনেক বানর আছে, সুতরাং অফার টা খারাপ না। তারা জঙ্গলে ঢুকে বানর ধরা শুরু করল...... লোকটি গ্রাম বাসীর কাছ থেকে ১০ টাকা মুল্যে ১০০০ বানর কিনল। এরপর সে আবার ঘোষনা দিল, এখন প্রত্যেকটি বানর এর জন্য ২০ টাকা করে দেয়া হবে।

গ্রামের লোকজন এই ঘোষনা শুনে পুনরায় বানর ধরার জন্য বেরিয়ে পরলো। খুব শিজ্ঞিরি এলাকায় বানরের সংখ্যা কমে আসলো। মানুষজন ও যার যার বাসায় ফিরে যেতে লাগলো। লোকটি এবার বানরের দাম ২৫ টাকা করে দিতে লাগলো। বানরের সংখ্যা এবার এতই কমে গেল যে এলাকায় বানরের দেখা পাওয়াই কষ্টকর হয়ে গেল।

এবার লোকটি তার অফার বারিয়ে ৫০ টাকা করে দিলো। এই অফার দিয়ে লোকটি তার ব্যবসার কাজে শহরে গেল। তার সহকারী কে তার অনুপস্থিতি তে বানর কেনার কাজ দিয়ে গেল। এবার তার সহকারী গ্রামবাসী কে বানর ভর্তী বিশাল খাচা দেখিয়ে বললো, গ্রামে জংগলে যেহেতু আর কোনো বানর নেই, আমার কাছ থেকে তোমরা ৩৫ টাকা করে একটি বানর কিনতে পারো। স্যার শহর থেকে ফিরে আসলে তোমরা ৫০ টাকা দিয়ে বিক্রী করতে পারবে।

গ্রামবাসীরা লোভনীয় এই অফার লুফে নিলো। সবাই টাকা পয়সা তুলে তারা সব গুলো বানর কিনে ফেললো। এরপর দিন সেই সহকারী ও হাওয়া হয়ে গেলো। আর কোনদিন সেই গ্রামে ঐ দুজন কে দেখা যায়নি। Moral of the story : Welcome to the Stock Market !! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.