আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে আসলাম রবিন্দ্রনাথ এর কুঠি বাড়ি (লুকিয়ে তোলা কিছু ছবি)

বড় বড় ত্যাগ যতো সহজ ছোটো ছোটো ত্যাগ ততোই কঠিন আমদের বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর কে আমরা সবাই চিনি,তিনি যে আমদের দেশে কুষ্টিয়া জেলার শিলাইদহ গ্রামে ছিলেন এইটাও আমরা জানি ।এখন হয়তো বলবেন আইগুলা সবই ত আমরা জানি আবার নতুন কইরা বলার কি আছে, হ্যাঁ একটু বলার আছে, আমরা অনেকে জানি কিন্তু অইখানে কি আছে সেইটা জানার কৌতুহল আবার অনেকের আছে।আমি সেই কৌতুহল থেইক্কা ঐখানে কিছুদিন আগে গেছিলাম,ত পরে ঘুইরা দেখলাম ।আমার কাছে ভালই লাগলো পরে ভাবলাম আমার বন্ধুদের জন্য কিছু ছবি তুইলা নিয়া যাই ,যদি ওদের ভাল লাগে তাহলে যাইবো আর না ভাল লাগে যাইবো না । তবে ভেতরের ছবি গুলা তুলতে একটু সমস্যা হইছে কারন ভেতরের ছবি তোলা নিষেধ, তাও চুরি কইরা ছবি গুলা তুললাম যারা দেখে নাই তাদের জন্য, আর এইখানেও কিছু ছবি শেয়ার করলাম,যদি ভাল লাগে যাইয়েন.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।