আমাদের কথা খুঁজে নিন

   

সোর্বিয়েরের কবিতা- সংলাপ

মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । সংলাপ সংলাপ ছাই চাপা আগুনের ফুলকি সংলাপ দাউ দাউ জলন্ত উলকি । সংলাপ বিশ্বাসে নিঃশ্বাসে ভরপুর সংলাপ জেগে ওঠা তেজস্বি রোদ্দুর । সংলাপ আপামর জনতার হাতিয়ার সংলাপ ক্ষুধিতের জেগে ওঠা বারবার । সংলাপ একাকী পথিকের ভালোলাগা সংলাপ ঘুমন্ত প্রহরীর রাতজাগা ।

সংলাপ শেষ রাতে বেজে ওঠা হুইসেল সংলাপ যোদ্ধার হাতে থাকা রাইফেল । সংলাপ গৃহহীন পথিকের আহাজারি সংলাপ মুক্তির চেষ্টায় বাড়াবাড়ি । সংলাপ মহিয়সী নারীটির হুঙ্কার সংলাপ হাত তুলে মিছিলের ঝঙ্কার । সংলাপ রাতজাগা পাখিটির কুহু ডাক সংলাপ মা হারা শিশুটি বেঁচে থাক । সংলাপ মেঘ ডাকা আকাশের বৃষ্টি সংলাপ সুর থেকে সুর বাধা সৃষ্টি ।

সংলাপ জন্মের বিপরীতে জন্ম সংলাপ খুদ আর গোটা চার অন্ন । সংলাপ বেড়ে ওঠা তরুণের গল্প সংলাপ অন্ধের আলো চাই অল্প । সংলাপ দুর হতে শোনা এক গর্জন সংলাপ লাল আর সবুজের অর্জন । সংলাপ যুগে যুগে সংলাপ সংলাপ মুছে দিক সব পাপ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.