আমাদের কথা খুঁজে নিন

   

সিএসই/আইটি শিক্ষার্থী, পেশাজীবী ও শিক্ষকরা জাগো সবাই......

বাংলাদেশের যেসব সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটরা "সরকারী চাকুরী আমাদের জন্য নয়" ধরনের অহমিকায় ভোগেন তাদের জন্য বলছি, বেসরকারী সেক্টরে আপনারা আপনাদের যৌবনের স্বর্ণকালটা তুখোড় প্রোগ্রামার হিসাবে লাখ টাকা বেতনের চাকুরীতে কাটিয়ে একটু সিনিয়র হলে যখন দেখবেন বাংলাদেশের আইসিটি ফার্মগুলিতে কোন ধরণের ম্যানেজমেন্ট পজিশন নেই তখন হতাশায় ভুগবেন। সবার কপালে বিদেশ জুটবে না। সবাই স্কলারশীপ নিয়ে বিদেশে যেতে পারবেন না। সবার পক্ষে নিজ খরচে উচ্চ শিক্ষার্থে বিদেশে যাও য়া সম্ভব হবে না। বেসরকারী আইসিটি ফার্ম কখনোই আপনাকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাবে না।

অথচ একটু চিন্তা করে দেখুন, বাংলাদেশে যদি আইসিটি ক্যাডার সার্ভিস চালু হয় তবে গ্র্যাজুয়েশন শেষ করে সরকারী চাকুরীতে জয়েন করবেন। ২ থেকে ৫ বছরের মধ্যে শিক্ষা ছুটিসহ উচ্চ শিক্ষার্থে বিদেশ যেতে পারবেন। আপনাদের মেধা সত্যিকারের দেশ গঠনে কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়ের যে সকল বিষয়ে পড়াশুনা করার জন্য মেধা তালিকার শীর্ষে থাকার প্রয়োজন হয় না সেসকল বিষয়ে পড়াশুনা শেষ করে শুধুমাত্র ক্যাডার সার্ভিসে জয়েন করার মধ্য দিয়ে আপনাদের ব্যাচ মেটরা কয় দিন পরে বিদেশের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স / পিএইচডি করে রাতারাতি দেশের শীর্ষ আমলা হয়ে আপনাদের মত লোকদের কনসালট্যান্ট নামক উন্নত কর্মচারী হিসাবে নিয়োগ দিয়ে কাজ করাবে। দীর্ঘদিন ধরে আইসিটি ক্যাডার সার্ভিস প্রতিষ্ঠাসহ সিএসই/আইটি গ্র্যাজুয়েটদের জন্য একটি স্বতন্ত্র ও সম্মানজনক চাকুরি কাঠামো দাবি করা হচ্ছে।

সরকার সম্প্রতি আইসিটি অধিদপ্তর প্রতিষ্ঠা করলেও সিএসই/আইটি গ্র্যাজুয়েটদের জন্য এই অধিদপ্তর হচ্ছে একটি গোলামির জিঞ্জির! এই অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক ও উপ-পরিচালকদের সবাই প্রেষণে নিয়োগ পাবে প্রশাসন ক্যাডার থেকে। উপরের দিকে একটি মাত্র আইটি'র পদ সিস্টেম ম্যানেজার তা-ও পূরণ করা হবে পরিচালকদের মধ্য থেকে। দেশের সব জেলায় একটি করে প্রোগ্রামারের পদ ও উপজেলা গুলিতে একটি করে সহকারী প্রোগ্রামারের পদে যাদেরকে নিয়োগ দেয়া হবে, তাদের জন্য প্রোমোশনের কোন ব্যবস্থা থাকছে না এই অধিদপ্তরে। তারা সারাজীবন শুধু প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে নিযুক্ত কর্মকর্তাদের গোলামি করেই পার করে দেবে.........এই পরিস্থিতিতে দেশের সিএসই/আইটি শিক্ষার্থী, পেশাজীবী ও শিক্ষকদের জেগে ওঠার কোন বিকল্প নেই। জাগো সবাই.................... এই অবস্থা পরিবর্তনের জন্য সিএসই/আইসিটি গ্র্যাজুয়েটদের অবশ্যই এগিয়ে আসতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।