আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই তৈরি করুন জিফ এনিমেশন ( টাইপিং ইফেক্ট ) ( জানলে ভালো, না জানলে আরো ভালো মার্কা পোস্ট )

দু:খিত, আপনি যে ব্লগটি ভিজিট করছেন, তার ব্লগার বর্তমানে ব্যস্ত আছে। অনুগ্রহ করে কিছু দিন পর আবার ভিজিট করুন। ধন্যবাদ গত পোস্টে সহজে জিফ এনিমেশন তৈরির একটি ক্ষুদ্র সফটওয়্যার শেয়ার করেছিলাম। আজ দেখাব তার একটি ব্যবহার। আবারো আন্তরিকভাবে দু:খিত পোস্টটি সামুর জন্য মাইগ্রেট করতে না পারার জন্য।

টাইপিং ইফেক্ট তৈরি ► প্রথমে যেকোন গ্রাফিক্স এডিটর চালু করুন। যেহেতু উইন্ডোজে ডিফল্টভাবে পেইন্ট থাকেই, তাই আমি সেটিই ব্যবহার করলাম। আপনার পছন্দমত ফ্রেমের সাইজ দিন। অথবা চাইলে কোন ছবিও ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ► এবার TEXT অপশনের মাধ্যমে আপনার একেকটি করে বর্ণ লিখে .png/ .jpg/ .jpeg ফরম্যাটে ক্রমানুসারে সেভ করুন।

View থেকে Gridlines অপশনটি এনাবেল করে দিন, এতে করে বর্ণগুলো একি মাত্রায় লেখতে সুবিধা হবে। ফাইলের নেম হিসেবে 1,2,3,4....... নাম্বার ব্যবহার করুন। এর ফলে ফাইলগুলো সিরিয়ালভাবে থাকবে। নিম্নরুপে ফাইলগুলো তৈরি করে সেভ করতে থাকুন- এভাবে বাকিগুলো সেভ করতে থাকুন। ► সবগুলো ফাইল তৈরি করা হয়ে গেলে AnimateGif ব্যবহার করে বানিয়ে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এনিমেশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।