আমাদের কথা খুঁজে নিন

   

কোনদিকে ভাসাবো জীবন ভেলা? সাজেশন চাই !

"স্বপ্ন্ তো দেখার জন্যই ,তাই স্বপ্ন দেখে চলি অবিরাম" চিন্তায় আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। কিন্তু সাবজেক্ট হয়তো পাবো পরিসংখ্যান/গনিত। নেক্সট বার চেষ্টা করলে হয়তো ভালো সাবজেক্ট পাবো কিন্তু সে ইচ্ছা নাই। আবার অনেক ইচ্ছা এখানেই পডা।

কিন্তু ভবিষ্যতের দিকে তাকালে কেন জানি ইচ্ছেটা ধুসর হয়ে আসছে। এখানে পডব নাকি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) নিয়ে পডবো। কনফিউশনে আছি। ঢাকার প্রাইভেটে পডা সম্ভব না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন / কলার ঝুপডির আড্ডা এসবের লোভ সামলাতে পারছি না।

আবার আবার ক্যারিয়ারের ভয় ইচ্ছেটাকে বারবার গলা টিপে ধরছে । আছে সেশনজটে পডার সম্ভাবনা। এছাডাও পরিসংখ্যান/গনিত থেকে পাশ করার পর চাকরির বাজারে কিছু জুটবে নাকি তাও জানিনা। আবার চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মোটামুটি পাবলিক ভার্সিটি গুলোর মতই। কিন্তু তারপরও সেখানে প্রান নেই।

আর মজার ব্যাপার হল ভার্সিটি দূরে থাক ৪/৫ মাইলের মধ্যে কোন মেয়ে নাই, ভার্সিটি লাইফটাও যদি বিধবা হয়ে কাটাতে হয় কোনটা বেস্ট হবে সাজেশনও দিতে পারছে না কেউ। তাই ব্লগারদের কাছে সাজেশন চাই। "তোমার মন যা চায় ওইদিকেই পডা উচিত" এটা না বলে কোনদিকে গেলে আমার ক্যারিয়ারের ভালো হবে সাজেশন দিলে খুশি হবো । এক কথায় আমার মন প্রান বলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পডতে। চবিতে পরিসংখ্যান/গনিতে পডার ইচ্ছা কারন ভার্সিটি লাইফের মজাটা মিস করতে ইচ্ছে হচ্ছে না।

কিন্তু ভার্সিটি লাইফের মজা মিস না করতে গিয়ে যদি বাকি জীবনের মজা মিস করতে হয় তাহলে পডব না। ক্যারিয়ারের দিকটাও ভাবতে হচ্ছে যেহেতু বাবা/মা'র বড সন্তান । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.