আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কবি শহীদ কাদরীর কবিতা পড়ি

রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট; শহীদ কাদরী) ‘রাষ্ট্র বললেই মনে পড়ে স্বাধীনতা দিবসের সাঁজোয়া বাহিনী, রাষ্ট্র বললেই মনে পড়ে রেসকোর্সের কাঁটাতার, কারফিউ, ১৪৪ ধারা, রাষ্ট্র বললেই মনে পড়ে ধাবমান খাকি জিপের পেছনে মন্ত্রীর কালো গাড়ি, কাঠগড়া গরাদের সারি সারি খোপ কাতারে কাতারে রাজবন্দী’ (রাষ্ট্র মানেই লেফট রাইট লেফট (তোমাকে অভিবাদন প্রিয়তমা; শহীদ কাদরী।) ভয় নেই আমি এমন ব্যবস্থা করব যাতে সেনাবাহিনী গোলাপের গুচ্ছ কাঁধে নিয়ে মার্চপাস্ট করে চলে যাবে এবং স্যালুট করবে তোমাকে প্রিয়তমা! ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব কত বাঙ্কার ডিঙিয়ে কাঁটাতার, ব্যারিকেড পার হয়ে অনেক রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর্মিদের কারগুলি এসে দাঁড়াবে ভায়োলিন বোঝাই করে কেবল তোমার দোরগোড়ায় প্রিয়তমা’ (তোমাকে অভিবাদন প্রিয়তমা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।