আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রস্তুতি (পর্ব-১)

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় ১.ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সভাপতি রাষ্ট্র--ডেনমার্ক । ২.বিশ্ব বাণিজ্য সংস্থার ১৫৬ তম দেশ --রাশিয়া । ৩.যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী --চাক হেগেল। ৪.সার্কের বর্তমান প্রেসিডেন্ট--মালদ্বীপের আহমেদ সালেম (১১ তম ) । ৫.ওআইসির বর্তমান মহাসচিব--ম্যাকি সাল (সেনেগাল) ৬.গ্রীনিচ সময় সারা বিশ্বে পালন করা শুরু হয়--১৯৮৪ ৭.ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান --১৯৬১ সালে ভোস্টক ১৩ তে করে ৮.মহাজাগতিক রশ্মি আবিস্কার করে হেস নোবেল পান --১৯৩৬ সালে ।

৯.windows এর প্রথম ব্রাউজার ছিল --মোজাইক ১০. www এর জনক--টিম বার্নাস লি । ১১.Look forward to,with a wiew to,be used to,get used to ইত্যাদির পর কোন verb থাকলে ঔক্ত verb এর সাথে ing হয় । ১২.succumb-হাল ছেড়ে দেওয়া । ১৩.law abiding--আইন অমান্যকারী । ১৪.গীতাঞ্জলী কাব্যগ্রন্থে মোট --১৫৭ টি কবিতা ও গান আছে ।

১৫.সুকান্ত ভট্টাচার্যের জন্ম-১৯২৬ সালে । ১৬.আগুনের সমার্থক শব্দ-অনল,বহ্নি,হুতাশন,পাবক,বৈশ্বানর,আগুন, দহন,সর্বভূক,সর্বসূচি,বিভাবসু । ১৭.প্রতাপসিংহ,দূর্গাদম,মেবারপতন,নূরজাহান,সাজাহান,চন্দ্রগুপ্ত,সিংহল বিজয়,পরপারে,বঙ্গনারী,একঘরে,বিরহ --লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩) ১৮.শুদ্ধ বানান:- দরিদ্রতা,উপযোগীতা,শ্রদ্ধাঞ্জলি। ১৯.যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি --কৃষ্নচন্দ্র মজুমদার ২০.সম্ভাবশতক--কৃষ্নচন্দ্র মজুমদারের লেখা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.