আমাদের কথা খুঁজে নিন

   

আমার সেই লেখাটির কথা মনে পড়ে গেল।

http://www.facebook.com/Kobitar.Khata আমার সেই লেখাটির কথা মনে পড়ে গেল। রুমানার কি কোন দোষ ছিল না? আসুন ঘটনাটি অন্য চোখে দেখি। এই লেখাটি সোনার বাংলা ব্লগে এখনো আছে, যদিও কোন এক অজানা কারনে একই লেখা সামুতে প্রকাশের ৪/৫ মাস পর মুছে দেয়া হয়েছিল। একই সময়ে আমার আরো কিছু লেখা মুছে অনেকদিন জেনারেল করে রাখা হয়েছিল। এই ব্যপারে জানা ম্যাডামকে প্রশ্ন করেও কোন জবাব পাইনি।

যাইহোক, এসব বলতে আজ আসিনি। আজ কারা হেফাজতে রুমানার স্বামী সাইদের মৃত্যু হয়েছে এই খবর শুনে আমার সেই লেখাটির কথা মনে পড়ে গেল। আমার লেখায় অনেক কিছুই ছিল, তবে সর্বশেষ কথাটি ছিল ''সাইদের জন্যও রইল শুভ কামনা। রুমানার জন্যও। '' জানিনা, হয়তো এই ভাগ্যবরণই সাঈদের জন্য শুভছিল।

Kobitar.Khata ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।