আমাদের কথা খুঁজে নিন

   

‎=।। প্রবাসী জেল ।।

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি প্রভাত প্রারম্ভে দেখিলাম আজ মেঘলা গগন, ঈষান কোনে ঘনীভূত হয়ত আজ ঝড়িবে বর্ষন। সব থেকে বঞ্চীত আমি কষ্টের দ্বীর্ঘশ্বাস ফেলে ভাবছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। ।

রবীর আলোর কলতান নেই আজ এখানে, সমসাময়ীকতার ব্যস্ততার লেষ নাই কোন খানে। বিষাদ এক নীরবতার সুতোয় আমি দুলছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। । বাহিরে খোলা আকাশ দীগন্ত ছুয়ে আবহমান বইছে বাতাস, পারিনা যেতে আমি সেখানে একা একা শুধু প্রহর গুনছি। শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি।

। বিনা নিদ্রায় নিশী যাপন শুধু করি পার, তারি মাঝে খুজে ফিরি কে হবে আপন এপার ওপার। বৃথা কল্পে সংকল্প বুনে রাশি রাশি আঁধার গুনে চলছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। । নীরস হাঁটা হাঁটি এ ধাঁর ও ধাঁর, ক্ষীন ক্ষীন আশার আলোয় উদয় বিষাদ আঁধার।

আশাহীন প্রান নিয়ে মাটির এক খাঁচা বইয়ে চলছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। । চঁন্দ্রনিক্ত চন্দ্রীমা ক্ষনে সহসা ভাঙিল ঘুম আলোর বিচ্ছুরনে, আঁখি পল্লব মেলিয়া তাকালাম লোহা কাঁচ ঘেরা আধুনিক বাতায়নে। লাজুক আলোর সাথে কতক খরগোশের এলোমেলো লুকুচুরি দেখছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। ।

হৃদয়ের গভীর ক্রোর হতে উচাটন বিরহের ঢেউ হাঁকে, হয়না দুরালাপনি ভালবাসা কতদিন কষ্টে বক্ষ চীড়ে যায় ভেবে ভেবে তোমাকে। তদোপরি সারা নীশি স্মৃতিচারন আর বুকের ভেতর আয়নাতে তোমার সাঁজানো ছবিটি দেখছি, শোন এ কথা তোমায় জেল থেকে আমি বলছি। । ……লীল জেল, ফ্রান্স। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।