আমাদের কথা খুঁজে নিন

   

যদি মিলে যায় সোনারোদ্দুর

পুরনো আমিটাই ভাল ছিলাম... কান পেতে শোনো সময়ের বিলাপ জ্যামিতিক মাত্রায় বিবর্ধন হলে নষ্ট ইতিহাস উঠে আসে নখের দর্পণে নিভন্ত প্রদীপের তলে খেলা করে একালের মেকি নাক্ষত্রিক অন্ধকার ইকারুস-ডানায় উড়ে যেতে যেতে ভুল স্বপ্নের গলন্ত বিচরণ, নিভৃতে আদিম চেতনার বুকে সুতীক্ষ্ণ রক্তক্ষরণ কাঁটাতারে ঝুলে থাকে সুবিচার শেকলভাঙ্গার গান আর গায় না জীর্ণ শহরে নিঃসঙ্গ নির্লিপ্ত দোয়েল পৃথিবীর অতলান্ত চোরাবালি মেপে সুদীর্ঘ অক্রম প্রতীক্ষার পরে- যদি মিলে যায় একমুঠো সোনারোদ্দুর! ১.০.১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।